Ajker Patrika

‘প্রেমিকাকে বিয়ে করতে না পেরে’ তরুণের আত্মহত্যা

শ্রীপুর প্রতিনিধি
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ১৪: ০৬
‘প্রেমিকাকে বিয়ে করতে না পেরে’ তরুণের আত্মহত্যা

গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ, যিনি প্রেমিকাকে বিয়ে করতে না পেরে অভিমান থেকে আত্মহত্যা করেছেন বলে তাঁর বাবার দাবি।

আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার নিজ মাওনা গ্রামের কদমের মোড় এলাকার নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিন্টু মোল্লা। 

নিহত যুবকের নাম রনি আহমেদ (২২)। তিনি ওই এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে এবং উপজেলার জৈনা বাজার এলাকার ডাচ-বাংলা নামক একটি সুতার কারখানায় শ্রমিকের কাজ করতেন।

ছেলে আত্মহত্যা করেছে দাবি করে রনির বাবা শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিবেশী এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল রনির। আমাদের বাড়ি থেকে মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠানো হয়। তারা আমার ছেলের সঙ্গে মেয়েকে বিয়ে দেবে না বলে জানায়। ১৫ দিন আগে ওই মেয়ের আরেক ছেলের সঙ্গে বিয়ে হয়। এরপর থেকে আমার ছেলে পাগলের মতো হয়ে যায়। যে কারণে ছেলে আমার অভিমানে আত্মহত্যা করেছে।’

আজ শনিবার সকালে রনির বন্ধু রাকিব মিয়া কারখানায় যাওয়ার জন্য একাধিকবার ফোন করেন। কিন্তু রনি ফোন রিসিভ করেননি। এরপর রনির বাড়িতে এসে ডাকাডাকি করেও ঘরের ভেতর থেকে কোনো সাড়া পাননি। এরপর তাঁর বাবাকে নিয়ে ঘরের দরজা ভেঙে রনির ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। 

মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিন্টু মোল্লা বলেন, ঝুলন্ত অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। স্বজনেরা লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রেমের বিষয়টি খতিয়ে দেখা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউর প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাদের যৌন সহিংসতার প্রসঙ্গ জাতিসংঘে তুললেন ভারতীয় দূত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত