Ajker Patrika

সম্পর্কের কথা জানাজানি হওয়ায় যুগলের আত্মহত্যার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
সম্পর্কের কথা জানাজানি হওয়ায় যুগলের আত্মহত্যার অভিযোগ

নারায়ণগঞ্জ বন্দরে পরকীয়ার সম্পর্ক জানাজানি হওয়ায় একই বাড়িতে প্রেমিক-প্রেমিকা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার দিবাগত রাতে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের উত্তর নিংশ এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, আত্মহত্যা করা প্রেমিক দুই সন্তানের বাবা। অন্যদিকে প্রেমিকাও দুই সন্তানের জননী। বাড়িওয়ালা-ভাড়াটিয়া সূত্রে তাঁদের মাঝে সম্পর্ক গড়ে ওঠে। বাড়িওয়ালার স্ত্রী পরকীয়ার বিষয়টি জানতে পারেন। এ নিয়ে তাঁদের কথা-কাটাকাটিও হয়। 

স্বজনরা জানান, দুই মাস আগে তাঁদের মাঝে পরকীয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে তাঁরা বিষপান করেন। দুজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের দুজনেরই মৃত্যু হয়। 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন, ‘এই ঘটনায় বন্দর থানায় পৃথক দুটি আত্মহত্যা মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত