Ajker Patrika

প্রবাসী খুন: পুলিশ তালা খুলে দিলেও আতঙ্কে বাড়ি ফিরছেন না স্বজনেরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২০ মার্চ ২০২৪, ২২: ০৪
প্রবাসী খুন: পুলিশ তালা খুলে দিলেও আতঙ্কে বাড়ি ফিরছেন না স্বজনেরা

প্রবাসীকে খুনের পর বাড়ির লোকজনকে বের করে দিয়ে তালা মেরেছিল সন্ত্রাসীরা। সেই তালা খুলে দিয়েছে পুলিশ। তবে ওই পরিবারের সদস্যরা এখনো বাড়িতে ফেরেননি।

১৮ মার্চ চট্টগ্রামের রাউজান পৌরসভার ঢেউয়া হাজীপাড়া এলাকায় নিহত মুছার পৈতৃক বাড়িতে গিয়ে তালা খুলে দেয় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মুছার শ্বশুর নুরুল আজগর। তিনি বলেন, তালা খুললেও ভয়ে ওই বাড়িতে কেউ যাচ্ছেন না।

এর আগে ১৭ বছর পর দেশে ফিরে গত ১৬ ফেব্রুয়ারি মা-বাবার কবর জিয়ারত করতে রাউজানে গ্রামের বাড়ি যান প্রবাসী আবু মুছা। দেশে ফিরে তিনি হাটহাজারী শ্বশুরবাড়িতে উঠেছিলেন। পরিবারের অভিযোগ, এ সময় সরকারদলীয় সন্ত্রাসীরা তাঁকে বেধড়ক মারধর করে। এতে তাঁর মৃত্যু হয়। ওই ঘটনায় থানা-পুলিশ মামলা না নিলে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে ঘটনার এক মাসের মাথায় আদালতে মামলা করা হয়। মামলায় আসামি করা হয় উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতাসহ ১৪ জনকে।

অভিযোগ রয়েছে, ওই মামলার পর আসামিদের লোকজন মুছার পৈতৃক বাড়িতে হামলা করে পরিবারের সদস্যদের ভেতরে রেখেই দরজাগুলোতে তালা মেরে দেয়। পরে জানালা ভেঙে তাঁদের বের করে আনা হলেও তালাগুলো খোলা হয়নি। সেখানে পুলিশ উপস্থিত হলেও তালা খোলা খোলেনি। ১৭ মার্চ দৈনিক আজকের পত্রিকায় ‘প্রবাসী খুন: মামলা করায় ঘরে তালা, পুড়িয়ে ফেলার হুমকি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

তালা খোলার পরও ভয়ে পরিবারের লোকজন না ফেরার বিষয়ে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘এটা আমি আপনার কাছ থেকে শুনেছি। আমার জানামতে, ওনারা ওনাদের বাড়িতেই আছেন। আমরা ওনাদের সব ধরনের নিরাপত্তাব্যবস্থা প্রদানের আশ্বাস দিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত