Ajker Patrika

ফেসবুকে ব্যক্তিগত মুহূর্তের ছবি ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১৬: ৪৩
ফেসবুকে ব্যক্তিগত মুহূর্তের ছবি ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে ফেসবুকে ব্যক্তিগত মুহূর্তের ছবি ছড়ানোর অভিযোগে রবিউল আলম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। গতকাল রোববার রাতে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রবিউল আলম উপজেলার সাধানপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দিদারুল আলম ঝুন্টুর ছেলে।

র‍্যাব-৭ সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল আলম স্বীকার করেছেন যে অভিযোগকারীর স্ত্রীর সঙ্গে তাঁর পূর্বপরিচয় ছিল। পরিচিত থাকার সুবাদে কৌশলে ওই নারীর কিছু ছবি তুলে তা নিজ মোবাইলে সংরক্ষণ করেন। পরে স্বামী-স্ত্রীর সম্পর্ক নষ্ট করার জন্য ওই সব ছবি ফেসবুকে ছড়িয়ে দেন তিনি। 

এ ব্যাপারে ওই নারীর স্বামীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল রাতে বাঁশখালীর সাধনপুর এলাকা থেকে রবিউল আলমকে গ্রেপ্তার করে র‍্যাব। 

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার বলেন, আসামি ওই নারীর পূর্বপরিচিত ছিল। এরই সুবাদে কৌশলে ওই নারীর সঙ্গে কিছু ছবি তোলেন তিনি। পরে ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। 

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, গ্রেপ্তারকৃত রবিউল আলমকে গতকাল রাতে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়। তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত