Ajker Patrika

চবি শাটল ট্রেনে পাথর নিক্ষেপকারী সন্দেহে তিন শিশু আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
চবি শাটল ট্রেনে পাথর নিক্ষেপকারী সন্দেহে তিন শিশু আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চলন্ত শাটল ট্রেনে পাথর নিক্ষেপকারী সন্দেহে তিন শিশুকে আটক করেছে শিক্ষার্থীরা। এ সময় তাদের কাছে নেশা করার গাম, ভাঙা ব্লেডও পাওয়া যায়। পরে তাদের সংশোধনের জন্য একটি বেসরকারি এনজিওর কাছে হস্তান্তর করা হয়।

শনিবার শহর থেকে ক্যাম্পাসগামী রাত সাড়ে আটটার ট্রেন থেকে তাদের আটক করে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে শিক্ষার্থীরা। আটককৃতরা হল—রাকিব, মোবারক ও রোজিনা। তারা ষোলোশহর স্টেশন সংলগ্ন বস্তিতে থাকে।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিউদ্দিন সুমন আজকের পত্রিকাকে বলেন, শিক্ষার্থীরা ক্যান্টনমেন্ট এলাকায় শাটল ট্রেন থেকে পাথর নিক্ষেপকারী তিন শিশুকে আটক করে নিয়ে আসে। তাদের কাছে নেশা করার গাম, ব্লেড ও গ্যাসলাইট পাওয়া যায়। তাদের রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, আটককৃত তিনজনই শিশু হওয়ায় আমরা সংশোধনের জন্য আমব্রেলা নামক একটি এনজিওর কাছে তাদের হস্তান্তর করেছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত