Ajker Patrika

নার্স সেজে নবজাতক চুরি, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ৩০ আগস্ট ২০২২, ১৬: ১১
নার্স সেজে নবজাতক চুরি, গ্রেপ্তার ৩

চট্টগ্রামে নার্স সেজে ক্লিনিক থেকে নবজাতক চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ইপিজেড থানার পুলিশ। আজ মঙ্গলবার ভোরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধার করা হয়েছে। 

চুরি হওয়া ওই নবজাতক আনোয়ারা উপজেলার গহিরা এলাকার মো. শহিদ ও তাসমিন আক্তার দম্পতির সন্তান। 

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত শুক্রবার মমতা মাতৃসদন ক্লিনিকে নবজাতকটির জন্ম হয়। এরপর গত রোববার বিকেলে নার্স সেজে এক নারী ওই শিশুকে ইনজেকশন দেওয়ার কথা বলে ক্লিনিকের নিচতলায় নিয়ে যান। এরপর অনেকক্ষণ অপেক্ষার পরও শিশুটিকে তাঁর মায়ের কাছে ফিরিয়ে না আনায় পরিবারের লোকজন নিচতলায় গিয়ে খোঁজাখুঁজি করেন, কিন্তু ওই নারীকে আর পাওয়া যায়নি। ঘটনাটি জানাজানি হওয়ার পর হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ দেখা হয়। ফুটেজে দেখা যায়, ওই নারী নবজাতকটিকে নিয়ে ক্লিনিক থেকে বেরিয়ে যাচ্ছেন। পরে তাঁরা থানার পুলিশে বিষয়টি অবহিত করেন। 

 এ বিষয়ে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘গত রোববার বেলা ৩টার দিকে মমতা মাতৃসদন ক্লিনিক থেকে কৌশলে নবজাতকটি নিয়ে পালিয়ে যান এক নারী। বিষয়টি হাসপাতালের সিসিটিভির ফুটেজে ধরা পড়ে। অভিযোগ পেয়ে পুলিশ নবজাতকটিকে উদ্ধারে কাজ শুরু করে। পরে আজ ভোরে আনোয়ারা উপজেলার এক তৈরি পোশাকশ্রমিকের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।’ 

ওসি আরও বলেন, ‘নবজাতক চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকায় এক দম্পতিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, লালন-পালনের জন্য তাঁরা নবজাতকটিকে চুরি করেছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত