Ajker Patrika

মধ্যরাতে মাদকের আস্তানায় অভিযান, সাড়ে ৫০০ লিটার মদসহ গ্রেপ্তার ১১

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ২০: ২০
মধ্যরাতে মাদকের আস্তানায় অভিযান, সাড়ে ৫০০ লিটার মদসহ গ্রেপ্তার ১১

চট্টগ্রামের সীতাকুণ্ডে ত্রিপুরা পল্লিতে মাদকের আস্তানায় অভিযান চালিয়ে মাদক কারবারিসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। এ সময় জব্দ করা হয়েছে সাড়ে ৫০০ লিটার চোলাই মদ।

গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কুমিরা ইউনিয়নের বড় কুমিরা মাজার রোডসংলগ্ন পাহাড়ের ত্রিপুরাপাড়ায় এ অভিযান চালানো হয়। অভিযানে আটক ১১ জনের বিরুদ্ধে মাদকের আইনে মামলা দিয়ে আজ শুক্রবার তাঁদের কারাগারে পাঠানো হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নিত্য ত্রিপুরা (২৫), দ্বীপন ত্রিপুরা (২৯), ঘুম ত্রিপুরা (২০), সুপিয় ত্রিপুরা (৪২), রতন ত্রিপুরা (৪৭), চেইন ত্রিপুরা (২৬), তন্ময় মাংসাং গারো (৩০), জুনাত্রি মুড়ং (২৬), সুয়াদেবি চাকমা (৫০), বনেশ্বর ত্রিপুরা (৩৫) ও রবি ত্রিপুরা (৫৩)। 

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মদ তৈরির খবর পেয়ে মধ্যরাতে পাহাড়ের ভেতরে থাকা ত্রিপুরাপাড়ার মাদকের আস্তানায় অভিযান চালানো হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মাদক কারবারিসহ ১১ জনকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থলে অভিযান চালিয়ে সাড়ে ৫০০ লিটার চোলাই মদ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৭৫ হাজার টাকা। 

ওসি তোফায়েল আহমেদ আরও জানান, ১১ জনের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত