উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় নিখোঁজের পাঁচ দিন পর নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে জসিম উদ্দিন (৩৫) নামে এক ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে উখিয়া থানা-পুলিশ। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে নিজের গুদামঘরের তালা ভেঙে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জসিম উদ্দিন হলদিয়াপালং ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ সলিমউল্লাহর ছেলে। তিনি বাজারজাতকৃত পণ্যের পরিবেশক (ডিলার) হিসেবে ব্যবসা করতেন। উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বাজারের পশ্চিম পাশের একটি মার্কেটে তাঁর এই গুদামঘর।
গিয়াস উদ্দিন নামের স্থানীয় এক ব্যবসায়ী জানান, একজন কৃষক মার্কেটের পার্শ্ববর্তী জমিতে চাষ করতে গিয়ে উদ্ভট গন্ধ পান। বিষয়টি জানার পর স্থানীয়রা পুলিশকে খবর দেন। এরপর পুলিশ এসে তালা ভেঙে গুদামের মেঝেতে তার রক্তাক্ত মরদেহ দেখতে পায়।
জানা যায়, এর আগে গত ১০ ফেব্রুয়ারি রাত থেকে জসিম নিখোঁজ হন জসিম। পরদিন উখিয়ায় থানায় সাধারণ ডায়েরি করে তাঁর পরিবার। চার দিন ধরে খোঁজ না পাওয়ায় গত ১৪ ফেব্রুয়ারি প্রশাসনের সহযোগিতা চেয়ে পরিবার ও স্থানীয় ব্যবসায়ীদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করা হয়।
হলদিয়া পালং ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হক আমিন বলেন, নিখোঁজের কিছু সময় আগে প্রতিষ্ঠানের বাইরে স্থানীয়রা জসিমকে দেখতে পেয়েছিলেন। সে সময় থেকে জসিমের প্রতিষ্ঠান তালাবদ্ধ ছিল। ফলে তিনি নিখোঁজের পর অপহরণ ভেবে কেউ আর এখানে খোঁজ করেনি।
এদিকে স্থানীয় ব্যবসায়ী ও নিহতের পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে জসিমকে খুন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় দাবি করেন তাঁরা।
কীভাবে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটল তা অনুসন্ধান করছে পুলিশ। এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জুর মোরশেদ বলেন, ‘ঘটনাস্থলের আলামত সংগ্রহ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। কীভাবে এই ঘটনা ঘটল আমরা সেটি খতিয়ে দেখছি।’
কক্সবাজারের উখিয়ায় নিখোঁজের পাঁচ দিন পর নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে জসিম উদ্দিন (৩৫) নামে এক ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে উখিয়া থানা-পুলিশ। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে নিজের গুদামঘরের তালা ভেঙে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জসিম উদ্দিন হলদিয়াপালং ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ সলিমউল্লাহর ছেলে। তিনি বাজারজাতকৃত পণ্যের পরিবেশক (ডিলার) হিসেবে ব্যবসা করতেন। উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বাজারের পশ্চিম পাশের একটি মার্কেটে তাঁর এই গুদামঘর।
গিয়াস উদ্দিন নামের স্থানীয় এক ব্যবসায়ী জানান, একজন কৃষক মার্কেটের পার্শ্ববর্তী জমিতে চাষ করতে গিয়ে উদ্ভট গন্ধ পান। বিষয়টি জানার পর স্থানীয়রা পুলিশকে খবর দেন। এরপর পুলিশ এসে তালা ভেঙে গুদামের মেঝেতে তার রক্তাক্ত মরদেহ দেখতে পায়।
জানা যায়, এর আগে গত ১০ ফেব্রুয়ারি রাত থেকে জসিম নিখোঁজ হন জসিম। পরদিন উখিয়ায় থানায় সাধারণ ডায়েরি করে তাঁর পরিবার। চার দিন ধরে খোঁজ না পাওয়ায় গত ১৪ ফেব্রুয়ারি প্রশাসনের সহযোগিতা চেয়ে পরিবার ও স্থানীয় ব্যবসায়ীদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করা হয়।
হলদিয়া পালং ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হক আমিন বলেন, নিখোঁজের কিছু সময় আগে প্রতিষ্ঠানের বাইরে স্থানীয়রা জসিমকে দেখতে পেয়েছিলেন। সে সময় থেকে জসিমের প্রতিষ্ঠান তালাবদ্ধ ছিল। ফলে তিনি নিখোঁজের পর অপহরণ ভেবে কেউ আর এখানে খোঁজ করেনি।
এদিকে স্থানীয় ব্যবসায়ী ও নিহতের পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে জসিমকে খুন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় দাবি করেন তাঁরা।
কীভাবে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটল তা অনুসন্ধান করছে পুলিশ। এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জুর মোরশেদ বলেন, ‘ঘটনাস্থলের আলামত সংগ্রহ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। কীভাবে এই ঘটনা ঘটল আমরা সেটি খতিয়ে দেখছি।’
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২৪ জুলাই ২০২৫সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫