Ajker Patrika

বাসার তালা ভেঙে দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরি

চাঁদপুর প্রতিনিধি
বাসার তালা ভেঙে দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরি

চাঁদপুর শহরের গুনরাজদীতে ফ্ল্যাট বাসায় দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ওই এলাকার মো. মমিনুল ইসলামের ‘খান’ নিবাসে এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এ সময় চোরচক্র তাঁর বাসার স্টিলের আলমারির লকার ভেঙে নগদ দুই লাখ টাকা, আট ভরি, আট আনা ওজনের গলার সেট, গলার চেইন আংটিসহ প্রায় ৫ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। 

ভুক্তভোগী মমিনুল ইসলাম চাঁদপুর পৌরসভার ১১ নং ওয়ার্ডের গুনরাজদী এলাকার মৃত আব্দুল মান্নান খানের ছেলে। 

মমিনুল ইসলাম জানান, তিনি দীর্ঘদিন ধরে সৌদিপ্রবাসী ছিলেন। হার্টের সমস্যার কারণে অসুস্থ হয়ে গত দুই বছর আগে দেশে ফিরে আসেন। বর্তমানে তিনি চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেটে একটি গার্মেন্টস দোকানের ব্যবসা পরিচালনা করছেন। 

তিনি আরও জানান, ঘটনার দুদিন আগে তাঁর স্ত্রী ছেলে সন্তানসহ শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছে। ঘটনার দিন সকাল সাড়ে দশটায় তিনি বাসার তালা লাগিয়ে দোকানে চলে যান। এরপর বিকেল ৪টার সময় তাঁর শ্বশুর আবদুস সাত্তার পাটোয়ারী বাসায় গিয়ে দরজায় লাগানো তালাটি ভাঙা দেখতে পেয়ে তাকে ফোন করেন।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত