রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ৯ নম্বর শিলক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ওয়াহিদুরপাড়া সড়কটি বেদখল হয়ে গেছে। সরকারি বিধি মোতাবেক সড়কটি ১২ ফুট প্রস্থ হলেও বর্তমানে রয়েছে ৩ ফুটেরও কম। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) বরাবর স্থানীয়রা লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা সরেজমিনে গিয়ে সত্যতাও পেয়েছেন।
সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার শিলক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ওয়াহিদুরপাড়া গ্রামের সড়কটি দিয়ে অন্তত ২৫০ পরিবারের কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে। জনগুরুত্বপূর্ণ এ সড়কে দীর্ঘদিন ধরে দখল প্রক্রিয়া চালিয়ে আসছেন স্থানীয় কিছু দখলদার।
শিলক মৌজার ১ নম্বর সিটের ৫৩১ ও ৫৩০-এর উত্তর পাশে এবং ৫৩৮ ও ৫৩৭ বিএস দাগের দক্ষিণ পাশে বর্তমান শিলক উপথানা থেকে পুকুরপাড় পর্যন্ত সরকারি বিধি মোতাবেক প্রায় ১২ ফুট রাস্তা বিদ্যমান রয়েছে। কিন্তু বর্তমানে সড়কটি দখল হতে হতে ৩ ফুটে এসে ঠেকেছে। এতে চরম বেকায়দায় প্রতিদিন যাতায়াত করছে স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, সড়কটি দিয়ে বর্তমানে একটি লাশের খাটিয়াও বের করে আনা সম্ভব হয় না। সড়কের দুই পাশের লোকজন এটি দখল করেই চলেছে। বর্তমানেও সড়কটি দখল করে স্থাপনা নির্মাণের কার্যক্রম চলছে। এ বিষয়ে তাঁদের একাধিকবার বলেও কোনো লাভ হয়নি। বিষয়টি নিয়ে উপজেলা ম্যাজিস্ট্রেট বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জনস্বার্থে সড়কটি দখলমুক্ত করে হাজার হাজার মানুষের দুর্ভোগ লাঘবের অনুরোধ জানিয়েছেন তাঁরা।
সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে তদন্ত করে সড়ক দখলের বিষয়ে সত্যতা পাওয়া গেছে। স্থানীয় তহশিলদারের মাধ্যমে দখলদারদের তালিকা তৈরি করা হচ্ছে। তালিকাটি ডিসি অফিসে পাঠিয়ে উচ্ছেদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ৯ নম্বর শিলক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ওয়াহিদুরপাড়া সড়কটি বেদখল হয়ে গেছে। সরকারি বিধি মোতাবেক সড়কটি ১২ ফুট প্রস্থ হলেও বর্তমানে রয়েছে ৩ ফুটেরও কম। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) বরাবর স্থানীয়রা লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা সরেজমিনে গিয়ে সত্যতাও পেয়েছেন।
সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার শিলক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ওয়াহিদুরপাড়া গ্রামের সড়কটি দিয়ে অন্তত ২৫০ পরিবারের কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে। জনগুরুত্বপূর্ণ এ সড়কে দীর্ঘদিন ধরে দখল প্রক্রিয়া চালিয়ে আসছেন স্থানীয় কিছু দখলদার।
শিলক মৌজার ১ নম্বর সিটের ৫৩১ ও ৫৩০-এর উত্তর পাশে এবং ৫৩৮ ও ৫৩৭ বিএস দাগের দক্ষিণ পাশে বর্তমান শিলক উপথানা থেকে পুকুরপাড় পর্যন্ত সরকারি বিধি মোতাবেক প্রায় ১২ ফুট রাস্তা বিদ্যমান রয়েছে। কিন্তু বর্তমানে সড়কটি দখল হতে হতে ৩ ফুটে এসে ঠেকেছে। এতে চরম বেকায়দায় প্রতিদিন যাতায়াত করছে স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, সড়কটি দিয়ে বর্তমানে একটি লাশের খাটিয়াও বের করে আনা সম্ভব হয় না। সড়কের দুই পাশের লোকজন এটি দখল করেই চলেছে। বর্তমানেও সড়কটি দখল করে স্থাপনা নির্মাণের কার্যক্রম চলছে। এ বিষয়ে তাঁদের একাধিকবার বলেও কোনো লাভ হয়নি। বিষয়টি নিয়ে উপজেলা ম্যাজিস্ট্রেট বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জনস্বার্থে সড়কটি দখলমুক্ত করে হাজার হাজার মানুষের দুর্ভোগ লাঘবের অনুরোধ জানিয়েছেন তাঁরা।
সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে তদন্ত করে সড়ক দখলের বিষয়ে সত্যতা পাওয়া গেছে। স্থানীয় তহশিলদারের মাধ্যমে দখলদারদের তালিকা তৈরি করা হচ্ছে। তালিকাটি ডিসি অফিসে পাঠিয়ে উচ্ছেদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২১ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫