Ajker Patrika

জুতার ব্যবসায়ীর মাদক কারবার, ১৫ কোটি টাকার ইয়াবা জব্দ: র‍্যাব

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
জুতার ব্যবসায়ীর মাদক কারবার, ১৫ কোটি টাকার ইয়াবা জব্দ: র‍্যাব

চট্টগ্রাম নগরীর কোতোয়ালিতে জুতা ব্যবসার আড়ালে ইয়াবা কারবারের খোঁজ নিতে গিয়ে একটি সিন্ডিকেটের মূল হোতাসহ চার জনকে আটক করেছে র‍্যাব-৭। এ সময় তাঁদের কাছ থেকে ৫ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। এর বর্তমান বাজারমূল্য ১৫ কোটি টাকা বলে জানিয়েছে র‍্যাব।

গতকাল শুক্রবার ও আজ শনিবার কোতোয়ালি ও কক্সবাজারের উখিয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন— ব্রাহ্মণবাড়িয়া জেলার সহিলপুর গ্রামের জাকির হোসেন (৫০), কক্সবাজার জেলার উখিয়া থানার হেলাল উদ্দিন (২৭), একই থানা এলাকার মো. তারেক (২৩) ও নুরুল আমিন (১৯)।

আজ চান্দগাঁও র‍্যাব-৭ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম ইউসুফ সাংবাদিকদের বলেন, ‘কোতোয়ালি এলাকায় জুতা ব্যবসার আড়ালে কিছু ব্যক্তি ইয়াবা ব্যবসা করছে—এ ধরনের তথ্যের ভিত্তিতে সেখানে নজরদারি চালানো শুরু করে র‍্যাব-৭। পরে জানা যায়, কোতোয়ালি ঘাট ফরহাদবেগে এক জুতা ব্যবসায়ী আড়ালে ইয়াবা কারবারে জড়িত। তাঁর কাছে বেশ কিছু ইয়াবা মজুত থাকার তথ্য পাওয়া যায়। কোতোয়ালি থানাধীন স্টেশন রোডে দিয়া সু স্টোর নামে তাঁর দোকান রয়েছে। আজ দুপুরে দোকানের মালিক জাকির হোসেনের ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৩ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। 

নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে র‍্যাবসংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির কক্সবাজার জেলা থেকে কম মূল্যে ইয়াবা কিনে চট্টগ্রামসহ বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও ফেনী জেলায় বিক্রি করার কথা স্বীকার করেন। জুতা ব্যবসার আড়ালে মূলত মাদক কারবারে জড়িত বলে স্বীকার করেন তিনি।

এর আগে কক্সবাজার জেলার উখিয়া এলাকার সীমান্তবর্তী এলাকায় বাসা থেকে মাদক কারবারি হেলাল, তারেক ও নুরুল আমিনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকেই ইয়াবা কিনতেন জুতা ব্যবসায়ী জাকির। তারেকের বাড়ি থেকে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

র‍্যাব কর্মকর্তা এসএম ইউসুফ বলেন, ‘হেলাল-তারেক হলেন মিয়ানমার সীমান্তে ইয়াবা ট্যাবলেট পাচারের অন্যতম বড় সিন্ডিকেটের একটি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত