নোয়াখালী প্রতিনিধি
দুর্বৃত্তের গুলিতে আহত নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য (মেম্বার) ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. দুলাল মেম্বার (৪৭) মারা গেছেন। চার দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল সোমবার রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৬ মে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। তাঁর ডান হাতের বাহুতে দুটি ও বুকের ডান পাশে একটি গুলি লেগেছিল।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর মোটরসাইকেলচালকসহ দুজনকে আটক করেছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে তাঁদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
আন্ডারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, নিহত দুলাল মেম্বার আন্ডারচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নূর ইসলামের ছেলে।
জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় চেয়ারম্যান জসিম উদ্দিনের বাড়িতে জায়গা-জমি নিয়ে একটি সালিশি বৈঠক শেষে রাত সাড়ে ৯টার দিকে বাড়ি ফিরছিলেন দুলাল মেম্বার, হাসান ও তাঁদের মোটরসাইকেলচালক। তাঁদের মোটরসাইকেলটি আন্ডারচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার এলাকার মোড়ে পৌঁছালে প্রথমে কয়েকজন দুর্বৃত্ত চলন্ত মোটরসাইকেলে হামলা চালিয়ে তিনজনকে সড়কের ওপর ফেলে দেয়। পরে হামলাকারীরা দুলাল মেম্বারকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় মোটরসাইকেলের নিচে পড়ে হাসান আহত হন। পরে স্থানীয় লোকজন পিঠে ও হাতে গুলিবিদ্ধ অবস্থায় দুলাল মেম্বারকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ও অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।
চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, ‘গুলিবিদ্ধ হওয়ার পর রাতেই আমরা দুলাল মেম্বারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যাই। ওই হাসপাতালে চার দিন চিকিৎসা নেওয়ার পর সোমবার রাত ১১টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। আজ মঙ্গলবার দুপুরের তাঁর মরদেহ নোয়াখালীতে আসবে।’
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, দুলাল মেম্বারের ওপর হামলার ঘটনায় তাঁর মা নুরুন নেছা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলা এখন হত্যা মামলা হিসেবে নেওয়া হবে। মামলার তদন্ত স্বার্থে আটকদের নাম-পরিচয় গোপন রাখা হয়েছে, পরে বিস্তারিত জানানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
দুর্বৃত্তের গুলিতে আহত নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য (মেম্বার) ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. দুলাল মেম্বার (৪৭) মারা গেছেন। চার দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল সোমবার রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৬ মে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। তাঁর ডান হাতের বাহুতে দুটি ও বুকের ডান পাশে একটি গুলি লেগেছিল।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর মোটরসাইকেলচালকসহ দুজনকে আটক করেছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে তাঁদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
আন্ডারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, নিহত দুলাল মেম্বার আন্ডারচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নূর ইসলামের ছেলে।
জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় চেয়ারম্যান জসিম উদ্দিনের বাড়িতে জায়গা-জমি নিয়ে একটি সালিশি বৈঠক শেষে রাত সাড়ে ৯টার দিকে বাড়ি ফিরছিলেন দুলাল মেম্বার, হাসান ও তাঁদের মোটরসাইকেলচালক। তাঁদের মোটরসাইকেলটি আন্ডারচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার এলাকার মোড়ে পৌঁছালে প্রথমে কয়েকজন দুর্বৃত্ত চলন্ত মোটরসাইকেলে হামলা চালিয়ে তিনজনকে সড়কের ওপর ফেলে দেয়। পরে হামলাকারীরা দুলাল মেম্বারকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় মোটরসাইকেলের নিচে পড়ে হাসান আহত হন। পরে স্থানীয় লোকজন পিঠে ও হাতে গুলিবিদ্ধ অবস্থায় দুলাল মেম্বারকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ও অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।
চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, ‘গুলিবিদ্ধ হওয়ার পর রাতেই আমরা দুলাল মেম্বারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যাই। ওই হাসপাতালে চার দিন চিকিৎসা নেওয়ার পর সোমবার রাত ১১টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। আজ মঙ্গলবার দুপুরের তাঁর মরদেহ নোয়াখালীতে আসবে।’
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, দুলাল মেম্বারের ওপর হামলার ঘটনায় তাঁর মা নুরুন নেছা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলা এখন হত্যা মামলা হিসেবে নেওয়া হবে। মামলার তদন্ত স্বার্থে আটকদের নাম-পরিচয় গোপন রাখা হয়েছে, পরে বিস্তারিত জানানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৭ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৯ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
২০ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫