নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে গুপ্তধনের লোভ দেখিয়ে কিশোরীকে ধর্ষণের ঘটনায় আবদুল জলিল (৩৯) নামে এক ভণ্ডপীরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক জেলা ও দায়রা জজ ফেরদৌস আরা আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট খন্দকার আরিফুল আলম আজকের পত্রিকাকে বলেন, এই মামলায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৩ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে আসামিকে আরও তিন বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আরিফুল আলম বলেন, এর আগে মামলার অভিযোগপত্রে চিকিৎসক, পুলিশসহ ১৪ জনকে সাক্ষী করা হয়েছে। রাষ্ট্রপক্ষ ১১ জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করতে সক্ষম হয়েছে।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জানান, ২০১৮ সালে আসামি আবদুল জলিল ভণ্ডপীর সেজে ভুক্তভোগীর এলাকায় যান। সেখানে গিয়ে ১৫ বছরের ওই কিশোরীর ওপর কুদৃষ্টি পড়ে তাঁর। পরে কিশোরীর ফুফুকে ডেকে বলেন, তাদের বাড়িতে খালি জায়গায় স্বর্ণের হাঁড়িতে গুপ্তধন লুকানো আছে। এই বলে প্রতারক জলিল সেখানে জিকির করতে থাকেন। পরে কিশোরীর ফুফুকে বলেন, স্বর্ণের ডেক পেতে হলে তাঁর সঙ্গে পরিবারের অবিবাহিত কোনো মেয়েকে ৪১ দিন ধরে নামাজ পড়তে হবে। এ সময় কিশোরীর ফুফুসহ পরিবারের অন্য সদস্যরা ভণ্ডপীরের কথায় রাজি হন।
পরদিন সন্ধ্যায় ওই ভণ্ডপীর মেয়েটির বাড়িতে আসেন। সেখানে মেয়েটিকে নামাজ পড়ানোর জন্য একটি অন্ধকার ঘরে নিয়ে গিয়ে পরিবারের সদস্যদের বাইরে বের করে দেন। পরে মেয়েটিকে অন্ধকারের মধ্যে ওষুধ খাইয়ে অজ্ঞান করে ধর্ষণ করেন জলিল।
খন্দকার আরিফুল আলম বলেন, এভাবে বিভিন্ন সময় নামাজ পড়ানোর নামে মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করা হয়। ২০১৯ সালের ২১ ফেব্রুয়ারি আসামি ফোন করে পুনরায় নামাজ পড়ানোর নামে মেয়েটির বাসায় আসার কথা বললে মেয়েটি কান্নাকাটি করে। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়।
ওই বছর ২৬ জানুয়ারি পূর্বনির্ধারিত সময়ে ওই ভণ্ডপীর বাড়িতে হাজির হলে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে পরিবারের সদস্যরা ধরে গণপিটুনি দেন। ওই ঘটনায় পরদিন ২৭ ফেব্রুয়ারি ভুক্তভোগীর বাবা বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি মামলা করেন।
চট্টগ্রামে গুপ্তধনের লোভ দেখিয়ে কিশোরীকে ধর্ষণের ঘটনায় আবদুল জলিল (৩৯) নামে এক ভণ্ডপীরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক জেলা ও দায়রা জজ ফেরদৌস আরা আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট খন্দকার আরিফুল আলম আজকের পত্রিকাকে বলেন, এই মামলায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৩ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে আসামিকে আরও তিন বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আরিফুল আলম বলেন, এর আগে মামলার অভিযোগপত্রে চিকিৎসক, পুলিশসহ ১৪ জনকে সাক্ষী করা হয়েছে। রাষ্ট্রপক্ষ ১১ জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করতে সক্ষম হয়েছে।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জানান, ২০১৮ সালে আসামি আবদুল জলিল ভণ্ডপীর সেজে ভুক্তভোগীর এলাকায় যান। সেখানে গিয়ে ১৫ বছরের ওই কিশোরীর ওপর কুদৃষ্টি পড়ে তাঁর। পরে কিশোরীর ফুফুকে ডেকে বলেন, তাদের বাড়িতে খালি জায়গায় স্বর্ণের হাঁড়িতে গুপ্তধন লুকানো আছে। এই বলে প্রতারক জলিল সেখানে জিকির করতে থাকেন। পরে কিশোরীর ফুফুকে বলেন, স্বর্ণের ডেক পেতে হলে তাঁর সঙ্গে পরিবারের অবিবাহিত কোনো মেয়েকে ৪১ দিন ধরে নামাজ পড়তে হবে। এ সময় কিশোরীর ফুফুসহ পরিবারের অন্য সদস্যরা ভণ্ডপীরের কথায় রাজি হন।
পরদিন সন্ধ্যায় ওই ভণ্ডপীর মেয়েটির বাড়িতে আসেন। সেখানে মেয়েটিকে নামাজ পড়ানোর জন্য একটি অন্ধকার ঘরে নিয়ে গিয়ে পরিবারের সদস্যদের বাইরে বের করে দেন। পরে মেয়েটিকে অন্ধকারের মধ্যে ওষুধ খাইয়ে অজ্ঞান করে ধর্ষণ করেন জলিল।
খন্দকার আরিফুল আলম বলেন, এভাবে বিভিন্ন সময় নামাজ পড়ানোর নামে মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করা হয়। ২০১৯ সালের ২১ ফেব্রুয়ারি আসামি ফোন করে পুনরায় নামাজ পড়ানোর নামে মেয়েটির বাসায় আসার কথা বললে মেয়েটি কান্নাকাটি করে। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়।
ওই বছর ২৬ জানুয়ারি পূর্বনির্ধারিত সময়ে ওই ভণ্ডপীর বাড়িতে হাজির হলে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে পরিবারের সদস্যরা ধরে গণপিটুনি দেন। ওই ঘটনায় পরদিন ২৭ ফেব্রুয়ারি ভুক্তভোগীর বাবা বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি মামলা করেন।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২৪ জুলাই ২০২৫সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫