Ajker Patrika

জরুরি বিভাগ আর সনদ ছাড়া নার্স দিয়েই চলছিল হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ৩০ আগস্ট ২০২২, ১১: ১৪
জরুরি বিভাগ আর সনদ ছাড়া নার্স দিয়েই চলছিল হাসপাতাল

চট্টগ্রাম নগরীর চট্টেশ্বরী রোডের দেশ মেডিকেল সার্ভিস হাসপাতাল ও পাঁচলাইশের ট্রিটমেন্ট চক্ষু হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি আরও দুই হাসপাতালকে প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করতে ১০ দিনের সময় বেঁধে দেওয়া হয়। 

সোমবার চট্টগ্রামের সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াস চৌধুরীর নেতৃত্বে চালানো অভিযানে নানা অভিযোগে ওই প্রতিষ্ঠান দুটি বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া হেলথ হোম প্রাইভেট লিমিটেড ও ফেয়ার হেলথ নামের আরও দুই প্রতিষ্ঠানকে সতর্ক করে কাগজপত্র ঠিক করার জন্য ১০ দিনের সময় বেঁধে দেওয়া হয়। 

সিভিল সার্জন সূত্র জানায়, দেশ মেডিকেল সার্ভিস প্রতিষ্ঠান ২০১৫ সালের পর কোনো লাইসেন্স নবায়ন করেনি। নেই জরুরি বিভাগও। অপারেশন থিয়েটারও মানসম্মত নয়। নার্সরাও কেউ ডিপ্লোমা সনদধারী নন। পরিবেশও নোংরা। সব মিলিয়ে হাসপাতালটির কার্যক্রম বন্ধের নির্দেশনা দেন সিভিল সার্জন। একই সঙ্গে পাঁচলাইশের ট্রিটমেন্ট চক্ষু হাসপাতালের অনলাইনে নিবন্ধনের অনুমতিপত্র ও হাসপাতাল পরিচালনার কোনো অনুমতির কাগজপত্র পাওয়া যায়নি। অপারেশন থিয়েটার মানসম্মত না থাকাসহ নানান অনিয়মে এই হাসপাতাল বন্ধ রাখতে বলা হয়েছে। 

সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াস চৌধুরী জানান, অবৈধভাবে স্বাস্থ্যকেন্দ্রের বিরুদ্ধে এ অভযান অব্যহত থাকবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত