Ajker Patrika

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যুবককে গুলি করে হত্যা 

কক্সবাজার প্রতিনিধি
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যুবককে গুলি করে হত্যা 

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। তাঁর নাম ইমাম হোসেন (৩০)। আজ মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ/ ১৬–তে এ ঘটনা ঘটে।

ইমাম হোসেন পাশের ক্যাম্প-১ ইস্ট এর জি/ ১২ ব্লকের মনি উল্লাহর ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মো. শামীম হোসেন জানান, ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ/ ১৬ ব্লকে অজ্ঞাতনামা একদল দুষ্কৃতকারী ইমাম হোসেনকে সরাসরি গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও থানা–পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার পর পুলিশের টহল বাড়ানো হয়েছে। কে বা কারা যুবককে গুলি করে হত্যা করেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত