Ajker Patrika

চন্দনাইশে রাজমিস্ত্রির ঝুলন্ত লাশ উদ্ধার

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চন্দনাইশে রাজমিস্ত্রির ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার হাছনদন্ডী হাজির পাড়া এলাকার মো. পারভেজ (১৮) নামের এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার হাছনদন্ডী গ্রামের হাজির পাড়ার গাছ বাগানে দোলনার সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানান, প্রেমঘটিত কারণে পারভেজকে হত্যা করে তার লাশ ছোট বাচ্চাদের খেলার দোলনার সঙ্গে পেঁচিয়ে রেখে গেছে দুর্বৃত্তরা। 

পারিবারিক সূত্র জানায়, গত বুধবার রাতে  বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি পারভেজ। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবারের লোকজন গাছ বাগানে তার লাশ দেখতে পেয়ে থানা-পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। 

নিহতের মা বলেন, রায়জোয়ারা গ্রামের এক কিশোরীর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল পারভেজের। তার সঙ্গে প্রায় সময় কথা-কাটাকাটি হয়। তার প্রেমিকার বিয়ের কথা বলে কিছু এলাকার বন্ধু রাতে এসে নিয়ে যায়। কে বা কারা তাকে হত্যা করে লাশ বাগানে ফেলে গেছে। 

এ বিষয়ে ওই কিশোরী জানায়, পারভেজের সঙ্গে তার ৬ বছরের প্রেম। দীর্ঘদিন প্রেমের ফলে বাঁচলেও তার সঙ্গে বাঁচার কথা, মরলেও তারা এক সঙ্গে মরার কথা। তার সঙ্গে অন্য কারও প্রেমের সম্পর্ক নেই এবং অন্য কোথাও বিয়ে দেওয়ার প্রশ্নই আসে না। 
 
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। লাশের শরীরে কোনো জখমের চিহ্ন, রক্ত, আঘাত ছিল না। তাই অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত