Ajker Patrika

কাজী গ্রুপের এমডির দুই ছেলেসহ ৩ জনের জামিন মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৯ জুলাই ২০২২, ১৫: ৪৪
কাজী গ্রুপের এমডির দুই ছেলেসহ ৩ জনের জামিন মঞ্জুর

সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীর ছেলের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে করা মামলায় কাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের দুই ছেলেসহ তিনজনের জামিন মঞ্জুর করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবির শুনানি শেষে তাঁদের জামিন মঞ্জুর করেন। 

জামিনপ্রাপ্তরা হলেন কাজী গ্রুপের পরিচালক কাজী জাহিন হাসান, পরিচালক কাজী রুবাত হাসান ওরফে জিশান হাসান ও চিফ অপারেটিং অফিসার কাজী উরফি আহমেদ। তাঁদের মধ্যে জাহিন ও জিশান কাজী গ্রুপ এবং দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহিদুল হাসানের ছেলে। 

আসামিপক্ষের আইনজীবী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এইচ এম জিয়াউদ্দিন বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করে বলেন, আজ তিন আসামির জামিনের আবেদন আদালতে তোলা হয়। শুনানি শেষে বিচারক তাঁদের জামিন মঞ্জুর করেছেন। 

আইনজীবী জিয়াউদ্দিন আরও বলেন, ‘ওই ঘটনায় চকবাজার ও চান্দগাঁও থানায় মোট তিনটি মামলা দায়ের করা হয়েছিল। এর মধ্যে চকবাজার থানায় তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় আসামিরা জামিন চেয়েছিল। এখানে মূলত জায়গা-জমিসংক্রান্ত বিরোধ ছিল। আদালত বলেছেন আপসে বিষয়টি মীমাংসা করার জন্য।’ 

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৬ ও ২২ মার্চ দীপ্ত টিভিতে মন্ত্রী নুরুল ইসলাম ও তাঁর ছেলে মুজিবর রহমানকে জড়িয়ে ‘মিথ্যা সংবাদ’ পরিবেশন করা হয়। এতে মন্ত্রী ও তাঁর ছেলের সম্মানহানি হওয়ার অভিযোগ তুলে ২০১৬ সালের ৫ এপ্রিল তথ্যপ্রযুক্তি আইনে ৫৭ (২) ধারায় চকবাজার থানায় মামলাটি দায়ের করা হয়। 

অভিযোগে বলা হয়েছে, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে কাজী ফার্মের কর্মীদের ওপর একদল যুবক হামলা চালায়, যা দীপ্ত টিভিতে সংবাদ পরিবেশন করা হয়। এ সময় বিবাদীদের বিরুদ্ধে ‘চট্টগ্রামে কাজী ফার্মের কর্মীদের ওপর হামলা ও মন্ত্রীপুত্রের ভূমি দখলের পাঁয়তারা’ শীর্ষক সংবাদ পরিবেশন করা হয়, যা বাদী প্রত্যক্ষ করেন।

গতকাল সোমবার সকালে ওই মামলায় কাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকসহ চারজন সাইবার ট্রাইব্যুনালে জামিন আবেদন করেন। কিন্তু জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। পরে বিকেলে এক পিটিশনে কাজী জাহিদুল হাসানের জামিন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

কলকাতার নিউটাউনে বসে আয়েশ করছেন আওয়ামী লীগ নেতারা

চাকরি না ছেড়েই বিদেশে পাড়ি, ৪৮ শিক্ষক বরখাস্ত

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত