Ajker Patrika

মিতুর বাবার করা মামলায় চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি ৬ মার্চ

আদালত প্রতিবেদক, চট্টগ্রাম
মিতুর বাবার করা মামলায় চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি ৬ মার্চ

চট্টগ্রামে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি শুনানি ৬ মার্চ। আজ মঙ্গলবার বাবুলের শ্বশুর সাবেক পুলিশ পরিদর্শক মোশারফ হোসেন তাঁর করা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি দরখাস্তটি দাখিল করেন। 

চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল হালিম মামলার কেস ডকেটসহ (সিডি) নারাজি শুনানির জন্য ৬ মার্চ দিন ঠিক করেন বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান। 

জানা যায়, ২০১৬ সালের ৫ জুন সকাল সোয়া ৭টায় নগরীর জিইসি মোড়ে মিতু খুন হন। তিনি ছেলেকে স্কুল বাসে তুলে দিতে জিইসির মোড় যাচ্ছিলেন। সে সময় মোটরসাইকেলে করে তিন দুর্বৃত্ত মিতুকে ঘিরে ধরে গুলি করে হত্যা করেন। এ ঘটনায় বাবুল আক্তার চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন। তাঁর মামলায় গত বছরের ১২ মে পিবিআই আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয়। সেদিন বাবুলের শ্বশুর মোশাররফ বাদী হয়ে পাঁচলাইশ থানায় বাবুলসহ ৮ জনকে অভিযুক্ত করে হত্যা মামলা দায়ের করেন। 

পরে বাবুলের করা মামলায় চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে গত বছরের ১৪ অক্টোবর আদালতে নারাজি দেওয়া হয়। প্রতিবেদন গ্রহণ না করে আদালত ৩ নভেম্বর মামলাটি আবারও তদন্তের আদেশ দেন। অপরদিকে, বাবুলের শ্বশুরের করা মামলায় এ বছরের ২৫ জানুয়ারি আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় পিবিআই। 

বাদীর আইনজীবী আহসানুল হক হেনা আজকের পত্রিকাকে বলেন, পিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তা বাদীর বা ঘটনার প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা না বলে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছেন। তাই চূড়ান্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে বাদীর পক্ষে নারাজি দাখিল করেছি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত