বরিশালের প্ল্যানেট ওয়ার্ল্ড
বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র শওকত হোসেন হিরনের গড়ে তোলা প্ল্যানেট ওয়ার্ল্ড শিশুপার্কটি চরম অব্যবস্থাপনায় চলছে বলে অভিযোগ উঠেছে। প্রবেশসহ সব রাইডের ফি বাড়লেও বাড়েনি রাইড ও সেবা। এ নিয়ে আছে দর্শনার্থীদের অভিযোগ। এখন পার্কের কর্মচারীরাও নিয়োগপত্র না পাওয়াসহ নানা অভিযোগ তুলেছেন।