Ajker Patrika

মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে এক যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে এক যুবক গ্রেপ্তার

বরিশাল নগরীতে এক মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক যুবককে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে ফকিরবাড়ি রোডের এক বাসা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার রাব্বি শিকদার নগরের দক্ষিণ জাগুয়া এলাকার বাসিন্দা এবং সদর রোডস্থ ফেয়ার ডেন্টাল কেয়ার হসপিটালের চিকিৎসক তানভিরুল ইসলাম ওয়ালীর সহযোগী। 

পুলিশ জানায়, আগামী ১০ ও ১১ নভেম্বর পশ্চিম কাউনিয়া আব্দুল্লাহ দারুল কুরআন বহুমুখী মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোর্ডিংয়ের বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। ওই মাহফিলের চাঁদা উত্তোলনের জন্য রাত সাড়ে নয়টার দিকে ফেয়ার ডেন্টাল কেয়ার হসপিটালে যান মাদ্রাসার দুই ছাত্র। 

এ সময় চাঁদা দেওয়ার কথা বলে রাব্বি শিকদার এক ছাত্রকে (১৬) ধর্ষণ করেন। অন্য ছাত্রকেও (১৭) ধর্ষণের চেষ্টা করলে বিষয়টি জানাজানি হয়। পুলিশ ঘটনাস্থলে আসার আগে রাব্বি শিকদার পালিয়ে যায়। রাত ১টার দিকে অভিযান চালিয়ে তানভিরুল ইসলাম ওয়ালির বাসা থেকে রাব্বিকে গ্রেপ্তার করা হয়। 

এ ঘটনায় মাদ্রাসার পরিচালক জহিরুল ইসলাম সিদ্দিকী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিম ওই ছাত্রকে পরীক্ষার জন্য শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত