Ajker Patrika

ঝালকাঠিতে ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগে বড় ভাই আটক

ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগে বড় ভাই আটক

ঝালকাঠির কাঠালিয়ায় জমি নিয়ে বিরোধে ঘুমন্ত ছোট ভাইকে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই নুরা হাওলাদারের বিরুদ্ধে। নিহত ছোট ভাইয়ের নাম বেল্লাল হাওলাদার। পরে স্থানীয়দের সহায়তায় বড় ভাই নুরাকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার সকালে উপজেলার মহিষকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বেল্লাল ওই গ্রামের মৃত মোমিন উদ্দিন হাওলাদারের ছেলে। তিনি পল্লী বিদ্যুতের মিটার রিডার হিসেবে কর্মরত ছিলেন।

কাঠালিয়া থানার পরিদর্শক (তদন্ত) শাহিন হোসেন জানান, দীর্ঘদিন জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। এ কারণে বেল্লাল প্রতিবেশী ছোবাহান হাওলাদারের বাড়িতে থাকতেন।

ছোবাহানের ছেলে আল আমিনের বরাত দিয়ে শাহিন হোসেন জানান, ছোবাহান ফজরের নামজের জন্য বের হলে বেল্লালের কক্ষে যায় তাঁর বড় ভাই নুরা। এ সময় নুরা ঘুমন্ত ছোট ভাইকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নুরা হাওলাদারকে আটক করে। 

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানায় এই পুলিশ কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত