Ajker Patrika

চাচার বাড়িতে ভাতিজাদের হামলা, আহত ৩

হিজলা (বরিশাল) প্রতিনিধি
চাচার বাড়িতে ভাতিজাদের হামলা, আহত ৩

বরিশালের হিজলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই মোয়াজ্জেম হাওলাদারের বাড়িতে হামলা করেছেন ছোট ভাই ও ভাতিজারা। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে। এ সময় তিনজন আহত হয়েছেন।

অভিযুক্তরা হলেন- মোকলেছ হাওলাদার এবং তাঁর ছেলে নাহিদ ও শাওন। মোয়াজ্জেম হাওলাদার ও মোকলেছ হাওলাদার একই গ্রামের মকবুল হোসেন হাসেম হাওলাদারের ছেলে।

আহতদের মধ্যে রয়েছেন মোয়াজ্জেম হাওলাদারের স্ত্রী সুলতানা রাজিয়া, মেয়ে খাদিজা বেগম (৫০) ও মেয়ে জামাই ফখরুদ্দিন।

এ ঘটনায় হামলার শিকার খাদিজা বেগম বলেন, ফজরের নামাজের পর আমরা ঘরের মধ্যে ছিলাম। আমার বাবা নাইটগার্ডের চাকরি করেন। তাই চাচাতো ভাই শাওন ঘরে ঢুকে আমার বাবাকে না পেয়ে আমাদের মারধর করেন। তখন আমরা তাঁকে জোর করে ঘর থেকে বের করে দেই। এ কথা শুনে আমার চাচা, তাঁর ছেলে নাহিদ ও শাওন পুনরায় ঘরে ঢোকার চেষ্টা করেন। তখন ঘরে ঢুকতে না পেরে তাঁরা এলোপাতাড়ি ইট নিক্ষেপ করতে থাকেন। পরে স্থানীয় লোকজন আসলে তাঁরা চলে যায়।

খাদিজা বেগম আরও বলেন, ওই সময় ঘরের মধ্যে জিম্মি হয়ে ৯৯৯ এ ফোন দিয়ে উদ্ধারের দাবি জানাই। তখন হিজলা থানার এস আই ফারুক এসে আমাদের উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

প্রত্যক্ষদর্শী মতিন কাজি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা আহতদের ডাকচিৎকার শুনে আসছিলাম। পরে মোকলেছ হাওলাদার এবং তাঁর ছেলে নাহিদ ও শাওনকে শান্ত করার চেষ্টা করি।

এ বিষয়ে অভিযুক্ত শাওন বলেন, গত দু'দিন আগে আমার বাবাকে রাস্তায় ধরে আমার চাচা মারধর করেন। এ খবর শুনে তাঁদের বাড়িতে জিজ্ঞাসা করতে গিয়েছিলাম। আমরা কোনো হামলা করিনি।

বাড়িতে হামলার বিষয়ে হিজলা থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এস আই ফারুককে পাঠিয়েছিলাম। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত