Ajker Patrika

ছেলে হত্যাচেষ্টার বিচার চেয়ে মানববন্ধনের পর গ্রেপ্তার হলেন বাবা

ঝালকাঠি প্রতিনিধি
ছেলে হত্যাচেষ্টার বিচার চেয়ে মানববন্ধনের পর গ্রেপ্তার হলেন বাবা

ঝালকাঠির নলছিটিতে কলেজছাত্র শান্ত অধিকারীকে হত্যাচেষ্টার আসামিকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন তার বাবা কমল চন্দ্র অধিকারী ও গ্রামের শতাধিক মানুষজন। আজ রোববার সকাল ১০টায় নলছিটি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উল্টো আহত কলেজছাত্রের বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, কমল চন্দ্র অধিকারীর সঙ্গে প্রতিবেশী সঞ্জয় মণ্ডলের পরিবারের জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গত ১৬ এপ্রিল বাড়ির কাছেই সঞ্জয় মণ্ডল ও তাঁর মা অঞ্জলী রানী মণ্ডল কমলের স্ত্রী কল্যাণী রানীকে পিটিয়ে আহত করেন। মাকে বাঁচাতে গেলে ছেলে শান্ত অধিকারীকেও এলোপাতাড়ি পিটিয়ে আহত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় শান্তর বাবা কমল চন্দ্র অধিকারী হামলাকারী সঞ্জয় মণ্ডলসহ দুজনের নামে নলছিটি থানায় মামলা দায়ের করেন। পুলিশ এক সপ্তাহেও আসামিদের গ্রেপ্তার না করায় আজ সকালে নলছিটি প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে শান্তর পরিবার। এতে শান্তর বাবাসহ গ্রামের শতাধিক মানুষ অংশ নেয়। 

মানববন্ধন শেষে সঞ্জয় মণ্ডলকে গ্রেপ্তার ও চাকরি থেকে অপসারণের দাবিতে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে স্মারকলিপি দিতে যাওয়ার পথে পুলিশ শান্তর বাবাকে গ্রেপ্তার করে। 

এ বিষয়ে নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) মো. আউয়াল বলেন, মানববন্ধন করার কারণে কাউকে গ্রেপ্তার করা হয়নি। গত ১৮ এপ্রিল সঞ্জয়ের ভাই প্রসেনজিৎ মণ্ডলের দায়ের করা একটি মামলায় কমল চন্দ্র অধিকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

গতকাল রাতে ৪৮টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

অহনার দাবি, নিজের দোষ ঢাকতে ডাবল টাইমিংয়ের কথা বলেছেন শামীম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত