Ajker Patrika

বাউফলে যুবককে কুপিয়ে ও হাতুড়িপেটা করে জখম

আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১২: ৪৯
বাউফলে যুবককে কুপিয়ে ও হাতুড়িপেটা করে জখম

পূর্ববিরোধের জেরে পটুয়াখালীর বাউফল উপজেলায় মো. জহির (৩৩) নামে এক যুবককে কুপিয়ে ও হাতুড়িপেটা করে জখম করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার নওমালা ইউনিয়নের বাবুরহাট এলাকায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

আহত জহির পূর্ব নওমালা গ্রামের বাসিন্দা মো. সেকান্দার আলী সিকদারের ছেলে। তিনি মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বাবুরহাট এলাকায় একটি চায়ের দোকানে বসে ছিলেন জহির। রাত ৮টার দিকে স্থানীয় মো. মাসুদ সিকদারের (৩২) নেতৃত্বে ২৫-৩০ জনের একটি দল জহিরকে ঘিরে ফেলে। একপর্যায়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে এবং হাত-পা, মাথা ও শরীরের বিভিন্ন অংশে হাতুড়িপেটা করে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় জহিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. তাসিফুল ইসলাম বলেন, ‘তাঁর শরীরের বিভিন্ন অংশে কোপের দাগ রয়েছে এবং হাত-পাসহ বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়েছে। অবস্থা খুবই গুরুতর হওয়ায় এক্স-রে করানো সম্ভব হয়নি। তবে বাঁ হাত ও দুই পায়ের হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনাই বেশি। প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

আহত জহিরের স্বজনেরা বলেন, দীর্ঘদিন ধরে পূর্ব নওমালা গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের ছেলে মো. মাসুদ সিকদারের সঙ্গে জহিরের বিরোধ চলে আসছে। ওই বিরোধকে কেন্দ্র করে জহিরের ওপর হামলা চালানো হয়েছে। 

এ বিষয়ে অভিযুক্ত মাসুদ সিকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার খোঁজ পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত নম্বরে কল করা হলে সেটিও বন্ধ পাওয়া যায়। 

এ ঘটনায় বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সত্যতা স্বীকার করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনার কারণ উদ্‌ঘাটনের চেষ্টা চলছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত