Ajker Patrika

সহকারী প্রধান শিক্ষকের ভয়ে স্কুলে ঢুকতে পারছেন না প্রধান শিক্ষক

প্রতিনিধি, মঠবাড়িয়া (পিরোজপুর) 
সহকারী প্রধান শিক্ষকের ভয়ে স্কুলে ঢুকতে পারছেন না প্রধান শিক্ষক

সহকারী প্রধান শিক্ষকসহ আরও কিছু শিক্ষকের হুমকির কারণে বিদ্যালয়ে প্রবেশ করতে পারছেন না বলে অভিযোগ করেছেন পিরোজপুরের মঠবাড়িয়ার কে এম লতীফ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান। গতকাল রোববার বিকেলে স্থানীয় উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি বিদ্যালয়ে ২০১৭ সালে যোগদানের পর থেকে সহকারী প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান আমাকে মেনে নিতে না পারায় বিভিন্ন সময় অসহযোগিতা ও সহকর্মীদের সঙ্গে দূরত্ব সৃষ্টিতে মুখ্য ভূমিকা পালন করে আসছেন। এ ছাড়া আমি যেন অফিসে প্রবেশ করতে না পারি সে জন্য আমার অফিসে তক্তা পিটিয়ে আটকে রেখেছে। এ ছাড়াও পলিথিন ব্যাগে ময়লা ভরে বাসার দরজায় নিক্ষেপ করে। তা ছাড়া আমার ব্যক্তিগত মোবাইল ফোনে জীবননাশের হুমকি প্রদান করে। বিষয়টি আমি মঠবাড়িয়া থানাকে লিখিতভাবে অবহিত করি। 

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সহকারী প্রধান শিক্ষকের হুমকির কারণে পরিবার পরিজন নিয়ে বিদ্যালয়ের কোয়ার্টার ছেড়ে গত মার্চ মাস থেকে বাগেরহাটের একটি ভাড়া বাসায় বসবাস করছি। 

এ বিষয়ে সহকারী প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, যোগদানের পর থেকে তিনিই আমাদের সকলের সঙ্গে খারাপ আচরণ করে আসছেন। 

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ নূরুল ইসলাম বাদল বলেন, প্রধান শিক্ষকের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত