Ajker Patrika

কাউখালীতে গৃহবধূ মৃতের ঘটনায় দেবর ও স্বামী আটক

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
কাউখালীতে গৃহবধূ মৃতের ঘটনায় দেবর ও স্বামী আটক

এর আগে গত বৃহস্পতিবার ঢাকায় ডেমরায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ কাউখালী উপজেলার বৌলাকান্দা গ্রামের নুরুল আমিনের মেয়ে আঞ্জুমারা মিতু (৩২)। ঝালকাঠী সদর উপজেলার বংকুরা গ্রামের আ. ছালামের ছেলে কামরুল হাওলাদারের (৪০) সঙ্গে বিয়ে হয় তাঁর। এ ঘটনায় আটককৃত দেবরের নাম ফোরকান হাওলাদার (৩৮)। তিনি কামরুল হাওলাদারের আপন ছোট ভাই। 

পিরোজপুরের কাউখালী উপজেলায় গৃহবধূ নিহতের ঘটনায় দেবরের গতিবিধি সন্দেহজন মনে হলে তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। গত শনিবার উপজেলার বৌলাকান্দা নিহতের বাবার বাড়িতে দাফন করার জন্য নিয়ে যাওয়া হয়। জানাজার সময় দেবরের গতিবিধি সন্দেহজনক মনে হয় এলাকাবাসী। এ সময় তিনি তিনি মোটরসাইকেলযোগে পালিয়ে যাওয়ার সময় আটক করেন এলাকাবাসী। 

জানা যায়, ব্যবসায়িক সূত্র ধরে ঢাকায় ডেমরায়একটি বাসায় স্ত্রী ও ছোট ভাই নিয়ে থাকতেন কামরুল। ইতি মধ্যে স্বামী ও দেবরের মধ্যে ব্যবসা নিয়ে ঝামেলা সৃষ্টি হয়। গত বৃহস্পতিবার আঞ্জুমারা মিতু স্থানীয় ব্যাংকে টাকা তুলে ফেরার পথে আর বাসায় না ফেরায় স্বামী কামরুল হাওলাদার ডেমরা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরের দিন এলাকাবাসী নারায়ণগঞ্জে রাস্তায় মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্ত করে মর্গে রাখেন। স্বামী ও দেবর খবর পেয়ে স্ত্রী আঞ্জুমারার মিতু মরদেহ শনাক্ত করেন। 

গতকাল শনিবার স্বামী ও দেবর মরদেহ নিয়ে কাউখালীর বৌলাকান্দা তাঁর বাবার বাড়িতে পৌঁছে দাফন করার জন্য। এ সময় দেবর ফোরকান হাওলাদারের গতিবিধি সন্দেহ জনক মনে হয় এলাকাবাসী। একপর্যায়ে জানাজা ও দাফন না করেই পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় এলাকাবাসী তাঁকে মোটরসাইকেলে ধাওয়া করে আটক করে কাউখালী থানা-পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকেও আটক করে থানায় নিয়ে যায়। 

কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বনি আমিন জানান, এলাকাবাসী বিষয়টি কাউখালী থানাকে জানালে আটককৃতদের থানায় নিয়ে আসা হয়। ডেমরা থানার এসআই মোজাম্মেল হোসেনসহ পাঁচজন পুলিশ কাউখালী থানায় পৌঁছে স্বামী কামরুল হাওলাদার ও দেবর ফোরকানকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেমরা থানায় নিয়ে যান

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত