সাউথ বাংলার ৫ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা
আসামিরা জামিন আবেদন করলেও শুনানির জন্য তালিকায় এলে তাঁরা হাজির হননি। এর আগেও একদিন তালিকায় ছিল, সে দিনও আসেননি। সোমবার তাঁরা নট প্রেস (উত্থাপিত হয়নি মর্মে খারিজ) চেয়েছেন। পরে আদালত নির্দেশ দেন তাঁরা যাতে বিদেশে পালিয়ে যেতে না পারে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য।