নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাইবার অপরাধীর সংখ্যা ধারণার বাইরে চলে যাচ্ছে। সাইবার নিরাপত্তায় পুলিশের সদস্যদের আরও প্রশিক্ষিত করে তুলতে হবে। পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের আকার বাড়াতে হবে। সাইবার অপরাধ দমনে সে ভাবেই পুলিশকে তৈরি করছি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল।
আজ শনিবার সকাল ১১টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস শহীদ এসআই শিরুমিয়া মিলনায়তনে তিনি এ কথা বলেন।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলামের সভাপতিত্বে আজ (৩০ অক্টোবর) কমিউনিটি পুলিশিং ডে-২০২১-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের স্লোগান ‘মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা আর মূলনীতি’।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীতে সাইবার ইউনিট অনেক আগে করেছি। সেটা ছোট পরিসরে। কিন্তু সাইবার ইউনিট বড় আকারে করতে হবে, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। টেকনোলোজির ব্যবহার ভালো দিকও আছে, আবার খারাপ দিকও আছে। তবে আমাদের ভালো দিকটা বেছে নিতে হবে।
তিনি বলেন, অতিসম্প্রতি দেখেছি, যে ধরনের উসকানি আসছিল, যে ভাবে জনগণকে উদ্বুদ্ধ করেছিল। একটা ভায়োলেন্সের দিকে নিয়ে যাচ্ছিল। সেটাও কিন্তু আমাদের জনগণ ও পুলিশ একত্র হয়ে প্রতিরোধ করেছে। সেই জায়গা থেকে নিস্তার পেয়েছি। পুলিশ বাহিনী জনগণের সঙ্গে মিলে অপরাধীদের ধরে নিয়ে আসছে। এখন জনগণও তাদের ধিক্কার দিচ্ছে। এটাই কমিউনিটি পুলিশিংয়ের দায়িত্ব।
এসময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেন, অপরাধ দমন পুলিশের একার পক্ষে এককভাবে সম্ভব নয়। কাজটি রাষ্ট্রকে করতে হবে পরস্পর সহযোগিতার মাধ্যমে। পার্টনারশিপ করতে হবে সমাজের সঙ্গে, নাগরিকদের সঙ্গে। একেই বলা হয় পার্টনারশিপ ইন পুলিশিং।
তিনি বলেন, পুলিশের সামনে আগামী চ্যালেঞ্জ হলো সাইবার ওয়ার্ল্ডের সোশ্যাল মিডিয়া। পুরোনো অপরাধ কমছে কিন্তু প্রতিনিয়ত সাইবার অপরাধ বাড়ছে। সাইবার ওয়ার্ল্ড দেশের জন্য হুমকি তৈরি করছে। দেশের মানুষের জন্য, দেশের নাগরিকদের জন্য। সাইবার অপরাধ মোকাবিলায় আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। সাইবার অপরাধ মোকাবিলায় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করব। সাইবার ওয়ার্ল্ডের যে ঝুঁকি রয়েছে সেই ঝুঁকি থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে।
অনুষ্ঠানে লেখক ও বিজ্ঞানী অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, আমাদের দেশে প্রয়োজনের ১০ ভাগের এক ভাগ পুলিশ আছে। বিট পুলিশিংয়ের মাধ্যমে ইভটিজিং বন্ধ করে দিতে পারবেন। কারণ ওই এলাকার লোকজন জানায়। এলাকায় বাল্যবিবাহ বন্ধ হয়ে যাবে, কারণ ওই এলাকার মানুষ জানবে কে বাল্যবিবাহ দিচ্ছে।
তিনি বলেন, দেশের প্রতিটা প্রাইমারি স্কুলে পুলিশ অফিসারদের যাওয়া উচিত। গিয়ে তাঁদের সঙ্গে কথা বলা উচিত। সেখানে নারী পুলিশ গেলে মেয়েরা উদ্বুদ্ধ হবে। তারা ভাববে কে বলেছে মেয়েরা শুধু ঘরে বসে রান্না করবে, তারা পুলিশ অফিসার হতে পারে। কমিউনিটি পুলিশিং করার জন্য স্বেচ্ছাসেবকদের কাজে লাগানোর পরামর্শ দেন তিনি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, যেই এলাকার কমিউনিটি পুলিশ সক্রিয় ছিল, সেই এলাকায় সাম্প্রদায়িক হামলা কম হয়েছে। আমাদের সমাজে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই মিলেমিশে থাকব। সবাই মিলে আমরা সমাজ, সবাই মিলে না থাকলে সমস্ত টিকবে না।
সাইবার অপরাধীর সংখ্যা ধারণার বাইরে চলে যাচ্ছে। সাইবার নিরাপত্তায় পুলিশের সদস্যদের আরও প্রশিক্ষিত করে তুলতে হবে। পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের আকার বাড়াতে হবে। সাইবার অপরাধ দমনে সে ভাবেই পুলিশকে তৈরি করছি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল।
আজ শনিবার সকাল ১১টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস শহীদ এসআই শিরুমিয়া মিলনায়তনে তিনি এ কথা বলেন।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলামের সভাপতিত্বে আজ (৩০ অক্টোবর) কমিউনিটি পুলিশিং ডে-২০২১-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের স্লোগান ‘মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা আর মূলনীতি’।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীতে সাইবার ইউনিট অনেক আগে করেছি। সেটা ছোট পরিসরে। কিন্তু সাইবার ইউনিট বড় আকারে করতে হবে, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। টেকনোলোজির ব্যবহার ভালো দিকও আছে, আবার খারাপ দিকও আছে। তবে আমাদের ভালো দিকটা বেছে নিতে হবে।
তিনি বলেন, অতিসম্প্রতি দেখেছি, যে ধরনের উসকানি আসছিল, যে ভাবে জনগণকে উদ্বুদ্ধ করেছিল। একটা ভায়োলেন্সের দিকে নিয়ে যাচ্ছিল। সেটাও কিন্তু আমাদের জনগণ ও পুলিশ একত্র হয়ে প্রতিরোধ করেছে। সেই জায়গা থেকে নিস্তার পেয়েছি। পুলিশ বাহিনী জনগণের সঙ্গে মিলে অপরাধীদের ধরে নিয়ে আসছে। এখন জনগণও তাদের ধিক্কার দিচ্ছে। এটাই কমিউনিটি পুলিশিংয়ের দায়িত্ব।
এসময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেন, অপরাধ দমন পুলিশের একার পক্ষে এককভাবে সম্ভব নয়। কাজটি রাষ্ট্রকে করতে হবে পরস্পর সহযোগিতার মাধ্যমে। পার্টনারশিপ করতে হবে সমাজের সঙ্গে, নাগরিকদের সঙ্গে। একেই বলা হয় পার্টনারশিপ ইন পুলিশিং।
তিনি বলেন, পুলিশের সামনে আগামী চ্যালেঞ্জ হলো সাইবার ওয়ার্ল্ডের সোশ্যাল মিডিয়া। পুরোনো অপরাধ কমছে কিন্তু প্রতিনিয়ত সাইবার অপরাধ বাড়ছে। সাইবার ওয়ার্ল্ড দেশের জন্য হুমকি তৈরি করছে। দেশের মানুষের জন্য, দেশের নাগরিকদের জন্য। সাইবার অপরাধ মোকাবিলায় আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। সাইবার অপরাধ মোকাবিলায় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করব। সাইবার ওয়ার্ল্ডের যে ঝুঁকি রয়েছে সেই ঝুঁকি থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে।
অনুষ্ঠানে লেখক ও বিজ্ঞানী অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, আমাদের দেশে প্রয়োজনের ১০ ভাগের এক ভাগ পুলিশ আছে। বিট পুলিশিংয়ের মাধ্যমে ইভটিজিং বন্ধ করে দিতে পারবেন। কারণ ওই এলাকার লোকজন জানায়। এলাকায় বাল্যবিবাহ বন্ধ হয়ে যাবে, কারণ ওই এলাকার মানুষ জানবে কে বাল্যবিবাহ দিচ্ছে।
তিনি বলেন, দেশের প্রতিটা প্রাইমারি স্কুলে পুলিশ অফিসারদের যাওয়া উচিত। গিয়ে তাঁদের সঙ্গে কথা বলা উচিত। সেখানে নারী পুলিশ গেলে মেয়েরা উদ্বুদ্ধ হবে। তারা ভাববে কে বলেছে মেয়েরা শুধু ঘরে বসে রান্না করবে, তারা পুলিশ অফিসার হতে পারে। কমিউনিটি পুলিশিং করার জন্য স্বেচ্ছাসেবকদের কাজে লাগানোর পরামর্শ দেন তিনি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, যেই এলাকার কমিউনিটি পুলিশ সক্রিয় ছিল, সেই এলাকায় সাম্প্রদায়িক হামলা কম হয়েছে। আমাদের সমাজে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই মিলেমিশে থাকব। সবাই মিলে আমরা সমাজ, সবাই মিলে না থাকলে সমস্ত টিকবে না।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১২ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৬ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫