নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের বিভিন্ন হাসপাতাল, পাসপোর্ট অফিস, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ) কার্যালয়ে একযোগে অভিযান চালিয়ে ৪৯৭ দালালকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় ৬৮টি ভ্রাম্যমাণ আদালতে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ২৪৮ দালালকে নয় লাখের বেশি টাকা জরিমানা করেছেন। এ ছাড়া ২৪৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
এর আগে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন ছোট ছোট অভিযান চালালেও এক দিনে বিভিন্ন জেলায় এত বড় অভিযান এটাই প্রথম। রাজধানীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বড় সরকারি সব হাসপাতাল এবং চট্টগ্রাম, রংপুর ও বরিশালসহ বিভাগীয় শহরের মেডিকেল কলেজ হাসপাতাল, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, পাসপোর্ট অফিস, ভূমি অফিস ও বিআরটিএ অফিসে সকাল থেকে দিনব্যাপী অভিযান চালায় র্যাব।
এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৩০ দালালকে আটক করা হয়। মিরপুর বিআরটিএ অফিস থেকে ১৩ এবং আগারগাঁও পাসপোর্ট অফিস ও সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে ৪০ দালাল ধরা পড়ে।
ঢাকার কেরানীগঞ্জে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে দালাল চক্রের ৫২ সদস্যকে আটক করা হয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া এলাকায় অবস্থিত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয় থেকে ৩৬ জন এবং একই থানার ঝিলমিল আবাসন প্রকল্পে অবস্থিত যাত্রাবাড়ী আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় থেকে ১৬ দালালকে আটক করা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) থেকে সাত দালালকে আটক করে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। র্যাবের চান্দগাঁও ক্যাম্প কমান্ডার মেজর মো. মোস্তফা জামান বলেন, বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সেখানে অভিযান চালানো হয়। এ সময় প্রথমে সাদা পোশাকে অবস্থান নিয়ে দালাল চিহ্নিত করা হয়। পরে তাঁদের আটক করা হয়।
ওই হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর বলেন, ‘আটক লোকজন আমাদের কেউ নন। তাঁরা বহিরাগত। আমরা অভিযানে সহযোগিতা করেছি।’
র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন আজকের পত্রিকাকে বলেন, ‘বিভিন্ন সময় এসব প্রতিষ্ঠানে দালালদের মাধ্যমে প্রতারিত হয়ে র্যাবের কাছে অভিযোগ দেন ভুক্তভোগীরা। পাশাপাশি সামাজিকমাধ্যমেও জনগণ সেবা প্রতিষ্ঠানগুলোয় দালালদের দৌরাত্ম্য নিয়ে নানা পোস্ট দেন, যা আমাদের নজরে এসেছে। তাই একসঙ্গে দেশব্যাপী এ অভিযান চালানো হয়েছে।’
দেশের বিভিন্ন হাসপাতাল, পাসপোর্ট অফিস, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ) কার্যালয়ে একযোগে অভিযান চালিয়ে ৪৯৭ দালালকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় ৬৮টি ভ্রাম্যমাণ আদালতে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ২৪৮ দালালকে নয় লাখের বেশি টাকা জরিমানা করেছেন। এ ছাড়া ২৪৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
এর আগে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন ছোট ছোট অভিযান চালালেও এক দিনে বিভিন্ন জেলায় এত বড় অভিযান এটাই প্রথম। রাজধানীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বড় সরকারি সব হাসপাতাল এবং চট্টগ্রাম, রংপুর ও বরিশালসহ বিভাগীয় শহরের মেডিকেল কলেজ হাসপাতাল, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, পাসপোর্ট অফিস, ভূমি অফিস ও বিআরটিএ অফিসে সকাল থেকে দিনব্যাপী অভিযান চালায় র্যাব।
এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৩০ দালালকে আটক করা হয়। মিরপুর বিআরটিএ অফিস থেকে ১৩ এবং আগারগাঁও পাসপোর্ট অফিস ও সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে ৪০ দালাল ধরা পড়ে।
ঢাকার কেরানীগঞ্জে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে দালাল চক্রের ৫২ সদস্যকে আটক করা হয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া এলাকায় অবস্থিত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয় থেকে ৩৬ জন এবং একই থানার ঝিলমিল আবাসন প্রকল্পে অবস্থিত যাত্রাবাড়ী আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় থেকে ১৬ দালালকে আটক করা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) থেকে সাত দালালকে আটক করে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। র্যাবের চান্দগাঁও ক্যাম্প কমান্ডার মেজর মো. মোস্তফা জামান বলেন, বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সেখানে অভিযান চালানো হয়। এ সময় প্রথমে সাদা পোশাকে অবস্থান নিয়ে দালাল চিহ্নিত করা হয়। পরে তাঁদের আটক করা হয়।
ওই হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর বলেন, ‘আটক লোকজন আমাদের কেউ নন। তাঁরা বহিরাগত। আমরা অভিযানে সহযোগিতা করেছি।’
র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন আজকের পত্রিকাকে বলেন, ‘বিভিন্ন সময় এসব প্রতিষ্ঠানে দালালদের মাধ্যমে প্রতারিত হয়ে র্যাবের কাছে অভিযোগ দেন ভুক্তভোগীরা। পাশাপাশি সামাজিকমাধ্যমেও জনগণ সেবা প্রতিষ্ঠানগুলোয় দালালদের দৌরাত্ম্য নিয়ে নানা পোস্ট দেন, যা আমাদের নজরে এসেছে। তাই একসঙ্গে দেশব্যাপী এ অভিযান চালানো হয়েছে।’
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২০ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫