ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বহিরাগতদের হামলায় আহত হয়েছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী। গত মঙ্গলবার রাতে ত্রিবেনী এলাকার রবিউল ইসলাম মেসে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীদের অভিযোগ, এ হামলার নেপথ্যে ছিলেন বিশ্ববিদ্যালয়ের আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী রেজিস্ট্রার জাহিদুল ইসলাম। একটি সামান্য ঘটনাকে কেন্দ্র করে তাঁর নেতৃত্বে অন্তত ৪০ জন তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীদের হাতে ছিল লাঠি, বাঁশ, কাঠ, রড লাইট।
শিক্ষার্থীরা জানান, গত সোমবার রাতে এক বড় ভাইয়ের বিদায় অনুষ্ঠান ছিল। সেখানে একটু শব্দ হয়। মেসের পাশেই জাহিদুল ইসলামের বাসা। এতে তিনি ক্ষিপ্ত হয়ে মেসের ছাত্রদের এলাকাছাড়া করার হুমকি দেন। ছাত্ররা এর প্রতিবাদ করেন। তখন জাহিদুল ক্ষিপ্ত হয়ে স্থানীয় লোকজন নিয়ে হামলা চালান।
মেসে শিক্ষার্থীর ওপর হামলার খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। হামলার প্রতিবাদে রাত ১২টা ২০ মিনিটে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। এ সময় শিক্ষার্থীরা অভিযুক্ত কর্মকর্তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং তাঁকে স্থায়ী বরখাস্তের দাবি জানান। একপর্যায়ে সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন ও সহকারী প্রক্টর শফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।
গতকাল বুধবার দুপুরে উপাচার্যের সঙ্গে দেখা করেন সাধারণ শিক্ষার্থীদের একটি দল। এ সময় উপাচার্য শিক্ষার্থীদের আশ্বস্ত করেন যে জাহিদুলের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেবে।
তবে অভিযুক্ত জাহিদুল ইসলাম বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। বিনা কারণে অভিযুক্ত করে আমার বাড়ির গেটে ইট-পাটকেল মেরেছে। আমি বিষয়টি প্রক্টরকে জানিয়েছি। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।’
জানতে চাইলে উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম বলেন, যেটা করলে শিক্ষার্থীদের জন্য ভালো হবে, সেটাই করা হবে।
বহিরাগতদের হামলায় আহত হয়েছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী। গত মঙ্গলবার রাতে ত্রিবেনী এলাকার রবিউল ইসলাম মেসে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীদের অভিযোগ, এ হামলার নেপথ্যে ছিলেন বিশ্ববিদ্যালয়ের আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী রেজিস্ট্রার জাহিদুল ইসলাম। একটি সামান্য ঘটনাকে কেন্দ্র করে তাঁর নেতৃত্বে অন্তত ৪০ জন তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীদের হাতে ছিল লাঠি, বাঁশ, কাঠ, রড লাইট।
শিক্ষার্থীরা জানান, গত সোমবার রাতে এক বড় ভাইয়ের বিদায় অনুষ্ঠান ছিল। সেখানে একটু শব্দ হয়। মেসের পাশেই জাহিদুল ইসলামের বাসা। এতে তিনি ক্ষিপ্ত হয়ে মেসের ছাত্রদের এলাকাছাড়া করার হুমকি দেন। ছাত্ররা এর প্রতিবাদ করেন। তখন জাহিদুল ক্ষিপ্ত হয়ে স্থানীয় লোকজন নিয়ে হামলা চালান।
মেসে শিক্ষার্থীর ওপর হামলার খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। হামলার প্রতিবাদে রাত ১২টা ২০ মিনিটে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। এ সময় শিক্ষার্থীরা অভিযুক্ত কর্মকর্তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং তাঁকে স্থায়ী বরখাস্তের দাবি জানান। একপর্যায়ে সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন ও সহকারী প্রক্টর শফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।
গতকাল বুধবার দুপুরে উপাচার্যের সঙ্গে দেখা করেন সাধারণ শিক্ষার্থীদের একটি দল। এ সময় উপাচার্য শিক্ষার্থীদের আশ্বস্ত করেন যে জাহিদুলের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেবে।
তবে অভিযুক্ত জাহিদুল ইসলাম বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। বিনা কারণে অভিযুক্ত করে আমার বাড়ির গেটে ইট-পাটকেল মেরেছে। আমি বিষয়টি প্রক্টরকে জানিয়েছি। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।’
জানতে চাইলে উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম বলেন, যেটা করলে শিক্ষার্থীদের জন্য ভালো হবে, সেটাই করা হবে।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৭২ জন ও অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৯৩ জন। আজ সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
২ দিন আগেরাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৮ এপ্রিল ২০২৫রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ এপ্রিল ২০২৫ক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৪ এপ্রিল ২০২৫