Ajker Patrika

কলেজছাত্রকে মারধর করে টিকটক ভিডিও

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
কলেজছাত্রকে মারধর করে টিকটক ভিডিও

মাদারীপুরের শিবচরে কাদাপানি লাগার প্রতিবাদ করায় এক কলেজছাত্রকে পিটিয়ে আহত করেছে একদল যুবক। মারধরের দৃশ্যের ভিডিও ধারণ করে টিকটক বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেছে। এই অভিযোগে গত মঙ্গলবার রাতে শিবচর থানায় মামলা হয়েছে।

এজাহারে জানা গেছে, গত ২৩ অক্টোবর কয়েক যুবক বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল। এ সময় শিবচরের সরকারি বরহামগঞ্জ কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী হাসিব মাহমুদ দিপুর গায়ে কাদাপানি ছিটকে লাগে। প্রতিবাদ করলে তাঁরা দিপুকে উল্টো গালিগালাজ করে চলে যান। গত ২৬ অক্টোবর কলেজ থেকে পরীক্ষা দিয়ে বাড়ি যাওয়ার পথে কলেজছাত্র দিপুর পথরোধ করেন ওই যুবকেরা। পরে দিপুকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করেন। পেটানোর দৃশ্য তারা ভিডিও করেন রাখে। আহত দিপুকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এদিকে মারধরের ভিডিও টিকটক বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করলে বিষয়টি সবার নজরে আসে। পরে নিজের নিরাপত্তা এবং দোষীদের শাস্তির জন্য শিবচর থানায় একটি মামলা করেন দিপু।

আহত হাসিব মাহমুদ দিপু বলেন, ‘যারা আমাকে মারধর করেছে তাদের নামও তখন পর্যন্ত জানতাম না। পরে রাহুল, ফাহাদ, আব্দুল্লাহ, হামজা এই চারজনের নাম জানতে পারি। খোঁজ নিয়ে জানতে পারলাম তারা চারজন ছাড়া আরও আট-দশজন রাহুল গ্যাং নামে গ্রুপে চলে।’

শিবচর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, একজন এসআইকে প্রাথমিক তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে তিনজনকে আসামি ও অজ্ঞাতনামা ১০ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত