Ajker Patrika

রাস্তা বন্ধ করায় ৪ পরিবার বিপাকে

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
রাস্তা বন্ধ করায় ৪ পরিবার বিপাকে

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে ফজলু মিয়া ও তাঁর পক্ষের লোকজনের বিরুদ্ধে। গতকাল শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ নিয়ে লিখিত অভিযোগ করেন মো. রামিন মিয়া নামের এক ভুক্তভোগী। দুই সপ্তাহ আগে উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের চিলাকাড়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে বিপাকে পড়েছে চারটি পরিবার।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলার চিলাকাড়া পশ্চিমপাড়া গ্রামের হারিছ মিয়ার বাড়ির চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে দেন ফজলু মিয়া ও তাঁর লোকেরা। ওই রাস্তায় দীর্ঘদিন ধরে চলাফেরা করছিলেন রামিন মিয়ার পরিবারসহ চারটি পরিবার। রাস্তাটি বন্ধ করে দেওয়ায় ১৫ দিন ধরে প্রায় গৃহবন্দী হয়ে পড়েছে ওই চার পরিবার। এ নিয়ে সালিস হলেও ফজলু মিয়া ও তাঁর লোকেরা তা মানেননি। তাই প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয়।

অভিযোগকারী রামিন মিয়া ও তাঁর বড় ভাই শরীফ মিয়া বলেন, ‘প্রতিহিংসার বশবর্তী হয়ে তাঁরা আমাদের চলাচলের রাস্তাটি খড়ের স্তূপ দিয়ে বন্ধ করে রেখেছে। আমরা প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’     

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত