নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামীকাল রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ সংসদ নির্বাচনে নিরাপত্তার জন্য দেশজুড়ে র্যাবের প্রায় ৭০০ টহল দল দায়িত্ব পালন করবে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে। নির্বাচনে অপরাধ ঠেকাতে এবারের প্রথম ‘ওআইভিএস বা অনসাইট আইডেন্টিফিকেশন অ্যান্ড ভেরিফিকেশন সিস্টেমস’ নামের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। আজ রোববার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে র্যাব মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘আগামীকাল নির্বাচন উপলক্ষে আমাদের সাতশ’র মত মোবাইল পেট্রল কাজ করবে। সে সঙ্গে আমাদের সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। আমাদের সাইবার পেট্রলিং-এর কাজ চলছে বিভিন্ন ধরনের গুজব প্রতিরোধ করার জন্য। আমাদের সুইপিং টিম কাজ করছে। থাকবে ডগ-স্কোয়াড, বোম স্কোয়াড থাকবে। বিশেষ কোনো জরুরি প্রয়োজন হলে আমাদের হেলিকপ্টার স্ট্যান্ডবাই থাকবে।’
আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে খুরশীদ হোসেন বলেন, ‘সারা দেশে আমাদের র্যাবের ইউনিট রয়েছে সেখানে আমরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে রোবাস্ট পেট্রলিং (জোরালো নজরদারি) করছি।
র্যাব মহাপরিচালক আরও বলেন, ‘ওআইভিএস ডিভাইস ব্যবহার করা হচ্ছে। এক এলাকার ভোটার ব্যতীত অন্য এলাকার বহিরাগত আসতে চাইলে তাকে যেন আইডেন্টিফাই করা যায়। আমরা এ ব্যবস্থা রেখেছি যাতে করে বহিরাগতরা ভোট সেন্টারে প্রবেশ করতে না পারে।’
এই সিস্টেমের মাধ্যমে বহনযোগ্য ডিভাইসের মাধ্যমে যে কোনো জায়গায় থাকা কোনো ব্যক্তির আঙ্গুলের ছাপ, জাতীয় পরিচয়পত্রের নম্বর বা জন্ম তারিখের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়। বিবিসির তথ্য অনুযায়ী, এই সিস্টেমের অন্যতম ডেভেলপার র্যাবের কমিউনিকেশন্স ও এমআইএস শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
বিবিসিকে তিনি বলেন, ‘এই প্রযুক্তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অপরাধী শনাক্ত করতে সাহায্য করবে। আগে কোনো অপরাধীকে ধরলে তাকে র্যাবের অফিসে নিয়ে ফিঙ্গারপ্রিন্ট, এনআইডি নম্বর ও জন্ম তারিখের মাধ্যমে পরিচয় নিশ্চিত হতে হতো। কিন্তু এই ডিভাইস স্পটেই ব্যক্তির পরিচয় শনাক্ত করবে।
যেভাবে কাজ করে এই প্রযুক্তি
ওআইভিএস প্রযুক্তি তালিকাভুক্ত অপরাধীকে শনাক্ত করার পাশাপাশি সন্দেহভাজনদের তালিকায় থাকা ব্যক্তি বা অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ শনাক্তেও ব্যবহার করা হচ্ছে।
কমান্ডার মঈন জানান, গাজীপুরে এক প্রকৌশলীর মরদেহ পাওয়া যায় সাভারে। ওই মরদেহ শনাক্ত করার ক্ষেত্রে এই ডিভাইস ব্যবহার করা হয়। মৃত্যুর ২৪ ঘণ্টা পর সাধারণত মরদেহের হাতের আঙ্গুলের ছাপ অক্ষত থাকে না। তখন মরদেহ শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। তাই মরদেহের পরিচয় শনাক্তে ক্ষেত্রে ডিভাইস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এই সিস্টেম ব্যবহার করে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ঠিকানা খুঁজে পাওয়ার কথাও জানান র্যাব কর্মকর্তা খন্দকার আল মঈন। বিবিসিকে তিনি বলেন, ‘কিছুদিন আগে কুমিল্লায় একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি তার নিজের পরিচয় বলতে পারছিলেন না। পরে এই ডিভাইসের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়।’
এই ডিভাইসের মাধ্যমে অপরাধীদের দ্রুত শনাক্ত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করে মঈন বলেন, ‘অনেক সময় অপরাধীরা মিথ্যা পরিচয় দেয়। সে রকম ক্ষেত্রে এই ডিভাইস ও সিস্টেমের মাধ্যমে অপরাধীর আসল পরিচয় জানা সম্ভব হবে।’
এছাড়া সন্দেহভাজন অপরাধী বা ব্যক্তির তথ্য এই সিস্টেমে এন্ট্রি করে রাখা যাবে। ফিঙ্গারপ্রিন্ট, এনআইডি ও জন্ম তারিখের পাশাপাশি ছবির মাধ্যমেও ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হবে।
আগামীকাল রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ সংসদ নির্বাচনে নিরাপত্তার জন্য দেশজুড়ে র্যাবের প্রায় ৭০০ টহল দল দায়িত্ব পালন করবে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে। নির্বাচনে অপরাধ ঠেকাতে এবারের প্রথম ‘ওআইভিএস বা অনসাইট আইডেন্টিফিকেশন অ্যান্ড ভেরিফিকেশন সিস্টেমস’ নামের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। আজ রোববার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে র্যাব মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘আগামীকাল নির্বাচন উপলক্ষে আমাদের সাতশ’র মত মোবাইল পেট্রল কাজ করবে। সে সঙ্গে আমাদের সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। আমাদের সাইবার পেট্রলিং-এর কাজ চলছে বিভিন্ন ধরনের গুজব প্রতিরোধ করার জন্য। আমাদের সুইপিং টিম কাজ করছে। থাকবে ডগ-স্কোয়াড, বোম স্কোয়াড থাকবে। বিশেষ কোনো জরুরি প্রয়োজন হলে আমাদের হেলিকপ্টার স্ট্যান্ডবাই থাকবে।’
আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে খুরশীদ হোসেন বলেন, ‘সারা দেশে আমাদের র্যাবের ইউনিট রয়েছে সেখানে আমরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে রোবাস্ট পেট্রলিং (জোরালো নজরদারি) করছি।
র্যাব মহাপরিচালক আরও বলেন, ‘ওআইভিএস ডিভাইস ব্যবহার করা হচ্ছে। এক এলাকার ভোটার ব্যতীত অন্য এলাকার বহিরাগত আসতে চাইলে তাকে যেন আইডেন্টিফাই করা যায়। আমরা এ ব্যবস্থা রেখেছি যাতে করে বহিরাগতরা ভোট সেন্টারে প্রবেশ করতে না পারে।’
এই সিস্টেমের মাধ্যমে বহনযোগ্য ডিভাইসের মাধ্যমে যে কোনো জায়গায় থাকা কোনো ব্যক্তির আঙ্গুলের ছাপ, জাতীয় পরিচয়পত্রের নম্বর বা জন্ম তারিখের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়। বিবিসির তথ্য অনুযায়ী, এই সিস্টেমের অন্যতম ডেভেলপার র্যাবের কমিউনিকেশন্স ও এমআইএস শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
বিবিসিকে তিনি বলেন, ‘এই প্রযুক্তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অপরাধী শনাক্ত করতে সাহায্য করবে। আগে কোনো অপরাধীকে ধরলে তাকে র্যাবের অফিসে নিয়ে ফিঙ্গারপ্রিন্ট, এনআইডি নম্বর ও জন্ম তারিখের মাধ্যমে পরিচয় নিশ্চিত হতে হতো। কিন্তু এই ডিভাইস স্পটেই ব্যক্তির পরিচয় শনাক্ত করবে।
যেভাবে কাজ করে এই প্রযুক্তি
ওআইভিএস প্রযুক্তি তালিকাভুক্ত অপরাধীকে শনাক্ত করার পাশাপাশি সন্দেহভাজনদের তালিকায় থাকা ব্যক্তি বা অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ শনাক্তেও ব্যবহার করা হচ্ছে।
কমান্ডার মঈন জানান, গাজীপুরে এক প্রকৌশলীর মরদেহ পাওয়া যায় সাভারে। ওই মরদেহ শনাক্ত করার ক্ষেত্রে এই ডিভাইস ব্যবহার করা হয়। মৃত্যুর ২৪ ঘণ্টা পর সাধারণত মরদেহের হাতের আঙ্গুলের ছাপ অক্ষত থাকে না। তখন মরদেহ শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। তাই মরদেহের পরিচয় শনাক্তে ক্ষেত্রে ডিভাইস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এই সিস্টেম ব্যবহার করে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ঠিকানা খুঁজে পাওয়ার কথাও জানান র্যাব কর্মকর্তা খন্দকার আল মঈন। বিবিসিকে তিনি বলেন, ‘কিছুদিন আগে কুমিল্লায় একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি তার নিজের পরিচয় বলতে পারছিলেন না। পরে এই ডিভাইসের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়।’
এই ডিভাইসের মাধ্যমে অপরাধীদের দ্রুত শনাক্ত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করে মঈন বলেন, ‘অনেক সময় অপরাধীরা মিথ্যা পরিচয় দেয়। সে রকম ক্ষেত্রে এই ডিভাইস ও সিস্টেমের মাধ্যমে অপরাধীর আসল পরিচয় জানা সম্ভব হবে।’
এছাড়া সন্দেহভাজন অপরাধী বা ব্যক্তির তথ্য এই সিস্টেমে এন্ট্রি করে রাখা যাবে। ফিঙ্গারপ্রিন্ট, এনআইডি ও জন্ম তারিখের পাশাপাশি ছবির মাধ্যমেও ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হবে।
ফোনে ওই ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর মেজর সোহেল পরিচয় দিয়ে জানায়, কিছু শারীরিক সমস্যার কারণে তার ভাই বাদ পড়েছে, তবে চাইলে টাকা দিলে চাকরি নিশ্চিত করে দিতে পারবে। এর পর ঢাকার শাহ আলী থানার একটি হোটেলে ভুক্তভোগীর সঙ্গে দেখা করে ওই ভুয়া মেজর সোহেল রানা। সঙ্গে ছিল আরেক প্রতারক তৈয়বুর রহমান, যাকে ভুক্তভোগী
৩ দিন আগেচাঁদাবাজি ও অবৈধ দখলের অভিযোগে সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৫৭ শতাংশের বেশি নতুন মুখ। অর্থাৎ পুলিশের হাতে ধরা পড়া ব্যক্তিদের অর্ধেকের কিছু বেশির বিরুদ্ধে অতীতে এ ধরনের অপরাধের কোনো অভিযোগ ছিল না। পুলিশ কর্তৃপক্ষের দেওয়া হিসাবে এ তথ্য পাওয়া গেছে।
৬ দিন আগেআন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা আমিনুল ইসলাম (৪৬) ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে র্যাব-২ ও হাজারীবাগ থানা পুলিশের যৌথ অভিযানে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টর থেকে তাদের
১৭ দিন আগেমেয়ে ঘুমাচ্ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে তাকে ঘুম থেকে তুলে ধর্ষণ করেন বাবা। ৮ বছর আগের ওই ঘটনায় মামলা হয়েছিল। ওই ঘটনার আগেও আসামি একাধিকবার মেয়েকে ধর্ষণ করেন। ফলে মেয়েটি গর্ভবতী হয়ে যায়। ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় ঘটনাটি ঘটেছিল।
২৫ দিন আগে