Ajker Patrika

বিমানে নিয়োগ নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, সতর্ক করল কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিমানে নিয়োগ নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, সতর্ক করল কর্তৃপক্ষ

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের লোগো সংবলিত অসত্য নিয়োগ বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ফেসবুক, মেসেঞ্জার, ইমো ইত্যাদি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া এ ধরনের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি বিমান বাংলাদেশ প্রকাশ করেনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সব নিয়োগ বিজ্ঞপ্তি বিমানের অফিশিয়াল ওয়েবসাইটে (www. biman. gov. bd) এবং বহুল প্রচারিত জাতীয় দৈনিকে প্রকাশ করা হয়ে থাকে। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা যাচ্ছে। বিমান সম্পর্কিত বস্তুনিষ্ঠ তথ্যের জন্য বিমানের উপর্যুক্ত ওয়েবসাইট ভিজিট করুন।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ জানায়, বিভিন্ন সময়ে এসব ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি নজরে এসেছিল। এগুলোর বিষয়ে প্রেস রিলিজ ও বিমানের ফেসবুক পেজে সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত