Ajker Patrika

এ কেমন শত্রুতা!

মাগুরা প্রতিনিধি
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১২: ৪৩
এ কেমন শত্রুতা!

একটি পেঁপে বাগানের সব গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত সোমবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। বাগানটি মাগুরা জেলা শহরের কছুন্দি ইউনিয়ন পরিষদের বেলনগর গ্রামের চপল মোল্যার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি সবার সামনে আসলে এ ঘটনা নিয়ে সমালোচনা শুরু হয়।

এ বিষয়ে মন্তব্য করেন কলেজশিক্ষক আখাতারুজ্জামান হিরোক। তিনি বলেন, ব্যক্তিগত শত্রুতা যখন জীব কিংবা এ রকম উদ্ভিদের ওপরে খাটানো হয় তখন সেই সব দুষ্কৃতকারীদের মনুষ্যত্ব বোধ থাকে না।

ভুক্তভোগী কৃষক চপল মোল্যা জানান, এই পেঁপে গাছ থেকে চলতি বছরসহ আগামী ৩ বছরে ১৫ লক্ষাধিক টাকার পেঁপে বাজারে বিক্রি করার উদ্দেশ্য ছিল তাঁর।

এই ক্ষতিগ্রস্ত কৃষক জানান, গত বছর বাবলু মিয়া নামে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে ২ বিঘা জমি ইজারা নিয়ে তিনি ১ হাজার ৮০০টি পেঁপের চারা রোপণ করেন। যেখানে এ বছরই প্রথম পেঁপের ফলন এসেছে।

জমির ইজারামূল্যসহ ২ বিঘা জমিতে পেঁপে চাষে তাঁর এ পর্যন্ত খরচ হয়েছে সাড়ে ৩ লাখ টাকা। এ পর্যন্ত ৫০ হাজার টাকার পেঁপে তিনি বিক্রি করেছেন। চলতি বছরসহ আগামী ৩ বছরের তিনি ১৫ লাখ টাকার পেঁপে বিক্রির আশা করছিলেন। ৩৯০টি পেঁপে গাছ কেটে দেওয়ায় তাঁর গড়ে ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষতি হলো। পাশাপাশি বাকি গাছ গুলির নিরাপত্তা নিয়ে তিনি দুশ্চিন্তায় ভুগছেন। কারা তাঁর সঙ্গে এ রকম নির্মম শত্রুতা করল সেটি তিনি বুঝতে পারছেন না। তবে জমি ইজারার বিষয় নিয়ে স্থানীয় দু-একজনের সঙ্গে তাঁর কিছুটা বিরোধ হয়ে ছিল এর আগে। কিন্তু তা এ ধরনের খারাপ কাজকে প্রভাবিত করার মতো নয় বলে তিনি বলেন।

স্থানীয় মানুষেরা এর নিন্দা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপে গাছের সঙ্গে এই শত্রুতার পৈশাচিক কাজ বলেও মন্তব্য করেছেন অনেকে। তাঁরা এর সুষ্ঠু সমাধান চান প্রশাসনের কাছে।

চপল মোল্যা জানান, তিনি এ বিষয়ে মাগুরা সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন। তবে তিনি আদৌও জানেন না এই ক্ষতিটা করল কে।

এ বিষয়ে মাগুরা সদর থানার ওসি মঞ্জুরুল ইসলাম জানান, মানুষের মধ্যে বিরোধ থাকলে এমনটা হতে পারে। বিষয়টি দুঃখজনক। স্থানীয় বিট পুলিশকে বিষয়টি তদন্ত পূর্ব আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে। গতকাল বুধবার পর্যন্ত এই ঘটনায় কারা দায়ী কিংবা কি কারণ তা খতিয়ে দেখছে বিট পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত