Ajker Patrika

দক্ষিণ আফ্রিকার হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে এলএসডির ব্যবসা করত রায়হান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দক্ষিণ আফ্রিকার হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে এলএসডির ব্যবসা করত রায়হান

সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ ব্যবহার করে দেশে ভয়ংকর মাদক এলএসডির (লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড) কারবার করে আসছিলেন মোহাম্মদ রায়হান (২৫) নামের এক যুবক। আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর নজর এড়াতে দক্ষিণ আফ্রিকার একটি নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ নিবন্ধন করে ব্যবহার করতেন। এমনকি অন্য মোবাইল ফোনের হটস্পটের মাধ্যমে ইন্টারনেট সংযোগ ব্যবহার করতেন তিনি।

মোহাম্মদ রায়হানকে গ্রেপ্তারের পর আজ রোববার রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে র‍্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মাহ্ফুজুর রহমান এসব তথ্য জানান। তিনি জানান, কদমতলী এলাকা থেকে রায়হানকে গ্রেপ্তারের পর র‍্যাবের কাছে এমন তথ্যই দিয়েছেন তিনি। গ্রেপ্তার রায়হান ফেনী জেলার সোনাগাজী থানার কাশমীর বাজার রোডের রাশেদা ভবনের মালিক মো. শহিদউল্ল্যাহর ছেলে। 

অতিরিক্ত ডিআইজি মাহ্ফুজুর রহমান বলেন, গত শনিবার রাতে কদমতলীর মাতুয়াইল এলাকা থেকে রায়হান নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে মাদক এলএসডি (লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড) মিশ্রিত ৯৬ পিস রঙিন প্রিন্টেড পেপার স্ট্রিপ, তিনটি ক্রেডিট কার্ড, দুটি ডেবিট কার্ড, একটি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স, একটি সাউথ আফ্রিকার ড্রাইভিং লাইসেন্স, একটি বাংলাদেশি পাসপোর্ট ও একটি নোটবুক জব্দ করা হয়। 

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রায়হান জানায়, গত ২২ মার্চ সপরিবারে দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশে আসেন তিনি। দেশে আসার সময় তাঁর ব্যাগে একটি নোটবুকের ভেতরে অভিনব কায়দায় এলএসডি মাদক নিয়ে আসেন। এ মাদকের কারবার করতে রায়হান হোয়াটসঅ্যাপ ব্যবহার করতেন। তাঁর মোবাইলের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি দক্ষিণ আফ্রিকার একটি নম্বর দিয়ে নিবন্ধন করা। বাংলাদেশে তিনি অন্য একটি ফোনের হটস্পটের মাধ্যমে ইন্টারনেট সুবিধা নিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন মাদক কারবারিদের সঙ্গে যোগাযোগ করতেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্যকলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত