Ajker Patrika

বাবা-মায়ের অবাধ্যতা বড় গুনাহ

মুফতি আবু আবদুল্লাহ আহমদ
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ১৬
বাবা-মায়ের অবাধ্যতা  বড় গুনাহ

বাবা-মায়ের প্রতি অবাধ্য হওয়া গুরুতর অপরাধ। তা কবিরা গুনাহ বা বড় পাপের অন্তর্ভুক্ত। মহানবী (সা.) বলেন, ‘কবিরা গুনাহ হলো, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত করা, ইচ্ছাকৃত মিথ্যা কসম করা, বাবা-মায়ের অবাধ্য হওয়া এবং অবৈধভাবে কাউকে হত্যা করা।’ (বুখারি)

অন্য হাদিসে অবাধ্য সন্তানের জন্য জান্নাত হারাম ঘোষণা করা হয়েছে। এরশাদ হচ্ছে, ‘তিন ব্যক্তির ওপর আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। তার মধ্যে অন্যতম বাবা-মায়ের অবাধ্য ব্যক্তি।’ (জামিউস সাগির)

পবিত্র কোরআনে আল্লাহর একত্ববাদের পর বাবা-মায়ের আনুগত্য করার জোর তাগিদ দেওয়া হয়েছে। এরশাদ হয়েছে, ‘আপনার প্রভু এ বলে নির্দেশ দিচ্ছেন যে, তোমরা তিনি ছাড়া অন্য কারওর ইবাদত করবে না এবং বাবা-মায়ের সঙ্গে সদ্ব্যবহার করবে। তাদের একজন বা উভয়জন তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তুমি তাদের বিরক্তিসূচক কোনো শব্দ বলবে না এবং তাদের ভর্ৎসনাও করবে না। বরং তাদের সঙ্গে সম্মানসূচক নম্র কথা বলবে। দয়াপরবশ হয়ে তাদের প্রতি সর্বদা বিনয়ী থাকবে এবং সর্বদা তাদের জন্য এ দোয়া করবে যে, হে আমার প্রভু, আপনি তাঁদের প্রতি দয়া করুন—যেমনিভাবে শৈশবে তাঁরা আমার প্রতি অশেষ দয়া করে আমাকে লালন-পালন করেছেন।’ (সুরা ইসরা, ২৩-২৪)

তাঁরা গুনাহের কাজের আদেশ দিলে তা পালন করা যাবে না। তবে কোনোভাবেই তাঁদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ‘তোমার বাবা-মা যদি তোমাকে আমার সঙ্গে এমন বস্তু বা ব্যক্তিকে শরিক করতে পীড়াপীড়ি করে, যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নেই—তাহলে তুমি এ ব্যাপারে তাদের আনুগত্য করবে না। তবে তারপরও তুমি দুনিয়াতে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে...।’ (সুরা লুকমান, ১৫)

মুফতি আবু আবদুল্লাহ আহমদ, ইসলামবিষয়ক গবেষক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত