Ajker Patrika

ভয় দেখিয়ে ১১০০ মুরগি হত্যা, এক ব্যক্তির ৬ মাসের জেল

আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ১৪: ৩৯
ভয় দেখিয়ে ১১০০ মুরগি হত্যা, এক ব্যক্তির ৬ মাসের জেল

একটি চৈনিক প্রবাদ আছে, ‘বানরকে ভয় দেখাতে মুরগি মারো’। অর্থাৎ বড় প্রতিদ্বন্দ্বীকে শাসাতে ছোট শত্রুকে দমন করো। এমনই একটি ঘটনা ঘটিয়ে সম্প্রতি খবরের শিরোনাম হয়েছেন চীনের এক ব্যক্তি। 

দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাতে সিএনএন জানিয়েছে, হুনান প্রদেশে ‘জু’ নামের এক ব্যক্তি প্রতিশোধ নিতে প্রতিবেশীর মুরগির খামারে ফ্লাশলাইটের আলো জ্বালিয়ে আতঙ্ক তৈরি করেন। এতে ‘পদদলিত’ হয়ে ১১ শ’র বেশি মুরগির মৃত্যু হয়। 

ঘটনার সূত্রপাত মূলত ২০২২ সালে। সে বছরের এপ্রিলে মুরগির খামারের মালিক ঝঙ অনুমতি ছাড়া জু’র কয়েকটি গাছ কেটে ফেলেন। আর এর প্রতিশোধ নিতেই জু মুরগি মারার সিদ্ধান্ত নেন। 

প্রতিশোধ নিতে ওই মুরগির খামারে রাতে গিয়ে ফ্লাশলাইট জ্বালিয়ে অন্তত দুইবার আতঙ্ক তৈরি করেন। এতে প্রথমবার প্রায় ৫০০ মুরগি এবং পরে আরও ৬৪০টির মৃত্যু হয়। 

গত মঙ্গলবার এ বিষয়ে হেংগিয়াং আদালত রায় দেন। এতে বলা হয়, জু ইচ্ছাকৃত অন্যের সম্পদের ক্ষতি করতে চেয়েছে। ১১ শ’র বেশি মুরগি মারা যাওয়ায় ঝঙের দুই হাজার ডলারের বেশি আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ। 

জু’কে দোষী সাব্যস্ত করে ছয় মাসের কারাদণ্ড দেয় আদালত। একই সঙ্গে তাঁকে এক বছর প্রশাসনের নজরদারিতে থাকতে হবে। যদি তিনি একই ঘটনা আবার ঘটান, তাহলে আবারও তাঁকে জেলে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্নার পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত