নিজস্ব প্রতিবেদক
ভীতি প্রদর্শনের মাধ্যমে স্বার্থ আদায়ের হাতিয়ার হিসেবে ‘ধর্ষণকে’ ব্যবহার করছে প্রভাবশালীরা। এই ধরনের ধর্ষণকে ‘পাওয়ার রেপ’ বলে অভিহিত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এই প্রবণতা দেশে দুই থেকে পাঁচ বছর ধরে দেখা যাচ্ছে বলে জানাচ্ছেন গোয়ান্দারা।
আজ বুধবার সিআইডির সদর দপ্তরে সংবাদ সম্মেলনে সংস্থাটির ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন এমন তথ্য দেন।
ইমাম হোসেন জানান, করোনাকালে ‘পাওয়ার রেপ’ বা ক্ষমতা প্রয়োগ করে ধর্ষণের ঘটনা বেড়েছে। এ ধরনের ঘটনায় ধর্ষকরা ভুক্তভোগীকে নিজের এলাকার মধ্যে ধর্ষণ করে। যাতে কোনো ঝুঁকি না থাকে। আর কেউ যেন তাকে বা তাদেরকে বাধাও না দিতে পারে।
পাওয়ার রেপের ব্যাখ্যায় সিআইডির অতিরিক্ত ডিআইজি বলেন, পাওয়ার রেপের ক্ষেত্রে অভিযুক্ত একজনকে ধর্ষণ করে অন্য টার্গেটকে ভয় দেখানোর চেষ্টা করে। যাতে টার্গেটরা পরবর্তীতে তার দেওয়া প্রস্তাব সহজে গ্রহণ করে। যদি তা না করে তাহলে তার বিরুদ্ধেও বলপ্রয়োগ করা হবে এমনটি বুঝিয়ে দেয়।
সিআইডির এই কর্মকর্তা বলেন, করোনার সময় এলাকাভিত্তিক এই ধরনের প্রভাবশালী ব্যক্তিরা অলস সময় পার করছেন। তাই তারা তাদের প্রভাব বলয়ের ভেতরে চেনাজানা অসহায় নারীদের ধর্ষণের জন্য টার্গেট করছেন।
তিনি বলেন, বাংলাদেশে পাওয়ার রেপ অতীতে ছিল না। দুই থেকে পাঁচ বছর ধরে এটা শুরু হয়েছে। তবে এই ধরনের অপরাধীরা কেউই আইনের হাত থেকে রক্ষা পাবে না।
সম্প্রতি গোপালগঞ্জের মুকসুদপুর এলাকায় ৪ এপ্রিল বাড়িতে অস্ত্রের মুখে এক গৃহবধূকে ধর্ষণ করে তিনজনের একটি গ্রুপ। অভিযুক্ত সবাই এলাকার প্রভাবশালী ব্যক্তি বলে জানায় সিআইডি। সিআইডি এই ধর্ষণের ঘটনাটিকে ‘পাওয়ার রেপ’–এর একটি উদাহরণ বলে উল্লেখ করছে।
সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মুক্তাধর বলেন, গতকাল মঙ্গলবার রাতে নওগাঁওয়ের নজিপুর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের মধ্যে একজন, ইয়াছিন মোল্লাকে গ্রেপ্তার করা হয়। ইয়াছিন মোল্লা জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন। তবে এখনও ঘটনার মূলহোতা হেমায়েতকে খুঁজে পায়নি সিআইডি। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ভীতি প্রদর্শনের মাধ্যমে স্বার্থ আদায়ের হাতিয়ার হিসেবে ‘ধর্ষণকে’ ব্যবহার করছে প্রভাবশালীরা। এই ধরনের ধর্ষণকে ‘পাওয়ার রেপ’ বলে অভিহিত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এই প্রবণতা দেশে দুই থেকে পাঁচ বছর ধরে দেখা যাচ্ছে বলে জানাচ্ছেন গোয়ান্দারা।
আজ বুধবার সিআইডির সদর দপ্তরে সংবাদ সম্মেলনে সংস্থাটির ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন এমন তথ্য দেন।
ইমাম হোসেন জানান, করোনাকালে ‘পাওয়ার রেপ’ বা ক্ষমতা প্রয়োগ করে ধর্ষণের ঘটনা বেড়েছে। এ ধরনের ঘটনায় ধর্ষকরা ভুক্তভোগীকে নিজের এলাকার মধ্যে ধর্ষণ করে। যাতে কোনো ঝুঁকি না থাকে। আর কেউ যেন তাকে বা তাদেরকে বাধাও না দিতে পারে।
পাওয়ার রেপের ব্যাখ্যায় সিআইডির অতিরিক্ত ডিআইজি বলেন, পাওয়ার রেপের ক্ষেত্রে অভিযুক্ত একজনকে ধর্ষণ করে অন্য টার্গেটকে ভয় দেখানোর চেষ্টা করে। যাতে টার্গেটরা পরবর্তীতে তার দেওয়া প্রস্তাব সহজে গ্রহণ করে। যদি তা না করে তাহলে তার বিরুদ্ধেও বলপ্রয়োগ করা হবে এমনটি বুঝিয়ে দেয়।
সিআইডির এই কর্মকর্তা বলেন, করোনার সময় এলাকাভিত্তিক এই ধরনের প্রভাবশালী ব্যক্তিরা অলস সময় পার করছেন। তাই তারা তাদের প্রভাব বলয়ের ভেতরে চেনাজানা অসহায় নারীদের ধর্ষণের জন্য টার্গেট করছেন।
তিনি বলেন, বাংলাদেশে পাওয়ার রেপ অতীতে ছিল না। দুই থেকে পাঁচ বছর ধরে এটা শুরু হয়েছে। তবে এই ধরনের অপরাধীরা কেউই আইনের হাত থেকে রক্ষা পাবে না।
সম্প্রতি গোপালগঞ্জের মুকসুদপুর এলাকায় ৪ এপ্রিল বাড়িতে অস্ত্রের মুখে এক গৃহবধূকে ধর্ষণ করে তিনজনের একটি গ্রুপ। অভিযুক্ত সবাই এলাকার প্রভাবশালী ব্যক্তি বলে জানায় সিআইডি। সিআইডি এই ধর্ষণের ঘটনাটিকে ‘পাওয়ার রেপ’–এর একটি উদাহরণ বলে উল্লেখ করছে।
সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মুক্তাধর বলেন, গতকাল মঙ্গলবার রাতে নওগাঁওয়ের নজিপুর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের মধ্যে একজন, ইয়াছিন মোল্লাকে গ্রেপ্তার করা হয়। ইয়াছিন মোল্লা জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন। তবে এখনও ঘটনার মূলহোতা হেমায়েতকে খুঁজে পায়নি সিআইডি। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২৪ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫