জগন্নাথপুরে প্রশাসনের হস্তক্ষেপে বিদ্যালয়ের দখলি জমি উদ্ধার
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদ্যালয়ের দখল হওয়া জমি চিহ্নিত করে সীমানা পিলারসহ সাইনবোর্ড টানানো হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে ওই জমির সীমানা চিহ্নিত করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।