ঘর থেকে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার
হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকায় তহুরা বেগম (৫০) নামের এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের বসতঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় গৃহবধূর স্বামী জারু মিয়া (৬০), ছেলে মঞ্জিল মিয়া (২৭) ও রমজান মিয়াকে (২২) জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।