জোছনা রাতে কিচ্ছা পালা
জৈন্তাপুরে গ্রামীণ কিচ্ছা পালার আয়োজন করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে শিল্পীরা পরিবেশন করেন প্রেম, বীরত্ব, সম্মান আর নৈতিক অখণ্ডতার চমৎকার সব কিচ্ছা। দর্শক-শ্রোতারাও মন্ত্রমুগ্ধের মতো সে সব শুনে মোহিত হন। অর্গানাইজেশন অব ইয়ুথ টু সেভ হেরিটেজ অ্যান্ড এনভায়রনমেন্ট (ঐশী) এ অনুষ্ঠানের আয়োজন করে।