Ajker Patrika

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

জৈন্তাপুর প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৩: ৩৭
জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

জৈন্তাপুরে গতকাল সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। দুপুরে সিলেট–তামাবিল মহাসড়কের হরিপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।জৈন্তাপুরে গতকাল সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। দুপুরে সিলেট–তামাবিল মহাসড়কের হরিপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আক্তার হোসেন ওরফে হোসেন আহমদ (৩৫) এবং আব্দুস শুকুর (৪৯)।

আক্তার হোসেন গোলাপগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে এবং আব্দুস শুকুর একই উপজেলার হাজিপুর গ্রামের আকবর আলীর ছেলে।

গতকাল একটি প্রাইভেটকার জাফলং থেকে সিলেট যাচ্ছিল। অপরদিকে একটি সিএনজি অটোরিকশা দরবস্ত বাজারের দিকে যাচ্ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে হরিপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের সামনে প্রাইভেটকারের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই দুজন নিহত হন।

খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

ওসি গোলাম দস্তগীর আহমদ জানান, উদ্ধার করা লাশ দুটি হাইওয়া থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

পাকিস্তান সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকির জবাবে যা বলল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত