মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি চার প্রতিষ্ঠানের জরিমানা
মেয়াদ উত্তীর্ণ ওষুধ, বিভিন্ন পণ্য বিক্রি ও বিক্রয় তালিকা না থাকায় নেত্রকোনার মোহনগঞ্জে চার প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার খুরশিমূল বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ আলম এ অভিযান পরিচালনা করেন।