নৌকাডুবির পর স্ত্রী-সন্তানকে আঁকড়ে ধরে কূলে এসে আজিজুল দেখেন, মেয়ে আর নেই
তিস্তা নদীতে হঠাৎ দমকা হাওয়ার কবলে পড়ে যাত্রীবাহী নৌকা। এ সময় একহাতে স্ত্রী ও অপর হাতে শিশু সন্তানকে আঁকড়ে ধরে তীরে ফেরেন আজিজুল হক। স্রোতের বিপরীতে লড়াই করে তীরে পৌঁছে তিনি দেখেন, স্ত্রী চায়না বেগম (২৪) জীবিত থাকলেও শিশু সন্তান আয়শা সিদ্দিকা (১৩ মাস) তাঁর হাতেই হয়ে পড়েছে নিথর।