সব খেয়ে ঘাঘট নদী এখন স্কুল মাঠে, আতঙ্কে শিক্ষার্থীরও
‘১৯৮০ সাল পর্যন্ত নিরাপদে ছিলাম এ অঞ্চলের মানুষজন। এরপর থেকে শুরু হয় ঘাঘট নদীর ভাঙন। বর্ষা এলেই আতঙ্কে থাকতে হয়। হারাতে হয় বসতবাড়ি, গাছ, ফসলি জমি ও বাপদাদার কবরসহ নানা স্মৃতি। ২০০৭ সালের দিকে এসডিও নামের এক এনজিও ৩ কিলোমিটার বেড়িবাঁধ তৈরি করে। কিছুটা দুর্ভোগ কমে। পরে নদীর বাকি অংশে বেড়িবাঁধ নির্মাণ