গরুর বদলে জমিতে হালচাষে দম্পতি
কখনো অন্যের জমিতে বর্গাচাষ কখনো বা খালে-বিলে মাছ ধরে চলে জীবিকা। সাত সদস্যের পরিবারের ভরণপোষণের দায়ভার চল্লিশ বছরের নেপেনের। অর্থাভাবে যখন গরু দিয়ে হাল চাষ করা দায়, তখন স্ত্রী সুভাসিনির সহযোগিতায় মই দিয়ে নিজেরায় করছেন হালচাষ।