দেশীয় পণ্যের রপ্তানি বেড়েছে: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সারা দেশে বাণিজ্যের সম্প্রসারণ ঘটেছে। গ্রামেও গড়ে উঠেছে শিল্পনগর। বেড়েছে জিডিপি প্রবৃদ্ধি। মানুষের আয়ও বেড়েছে। কাউনিয়ার গোপালগঞ্জ কেন্দ্রীয় মন্দিরে গত বুধবার রাতে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কুশল বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।