অভিমান করে স্কুলছাত্রের ‘আত্মহত্যা’
জানা যায়, উপজেলার শিবরামপুর ইউনিয়নের পূর্ব দিঘলপহুড়া গ্রামের মো. রেজাবুল ইসলামের পুত্র ৯ম শ্রেণির ছাত্র জাহিদ হাসান (১৫) গত সোমবার দুপুরে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সে দিনমজুর বাবা–মায়ের সন্তান। ২১ নভেম্বর রাতে মোবাইলে গেম খেলা নিয়ে তাঁর মা বকাবকি করে। পরে সে অভিমান করে এ ঘটনা ঘটায়।