শাহজাদপুরে শিয়ালের কামড়ে একজনের মৃত্যু
ইদানীং উপজেলার বিভিন্ন স্থানে সন্ধ্যা নামার পরপরই শিয়ালের হাঁকডাক শুরু হয়। শাহজাদপুর পৌর এলাকার রূপপুর মহল্লার আব্দুল আলিম জানান, রাত হলেই দল বেঁধে শিয়াল ডাকাডাকি করে। রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এমনকি বাড়ির উঠানে চলে আসে। মানুষ তখন বাড়ি থেকে বের হওয়ার সাহস করে না।